IPL 2025: বিরাট ধাক্কা গুজরাটের! গোটা আইপিএল মরসুম থেকে ছিটকে গেলেন এই তারকা

People's Reporter: সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৬ এপ্রিলের ম্যাচে ফিল্ডিং করার সময় কুঁচকির চোট পান গ্লেন ফিলিপস। তাঁকে পরে নিউজিল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে চিকিৎসার জন্য।
গ্লেন ফিলিপস
গ্লেন ফিলিপসছবি - সংগৃহীত
Published on

ব্যক্তিগত কারণে কাগিসো রাবাডার দল ছেড়ে যাওয়ার পর এবার ইনজুরির কবলে পড়ে আইপিএল ২০২৫ থেকে ছিটকে গেলেন গ্লেন ফিলিপস। যা গুজরাট টাইটান্সের জন্য বিরাট ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৬ এপ্রিলের ম্যাচে ফিল্ডিং করার সময় কুঁচকির চোট পান গ্লেন ফিলিপস। তাঁকে পরে নিউজিল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে চিকিৎসার জন্য।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিলিপস আপাতত আইপিএল থেকে ছিটকে গেছেন এবং এখনও পর্যন্ত তাঁর পরিবর্তে কোনও নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়নি। এই ইনজুরির ফলে গুজরাট টাইটান্সের বিদেশি বিকল্পের তালিকাও ছোট হয়ে এল।

উল্লেখযোগ্যভাবে, ফিলিপস এখনও পর্যন্ত গুজরাটের হয়ে একটি ম্যাচেও শুরুর একাদশে ছিলেন না। সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে তিনি বদলি হিসেবে মাঠে নামেন এবং মাত্র একটি ওভারের মধ্যেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। ম্যাচের সময় ঈশান কিষাণের শট থামিয়ে উইকেটরক্ষকের দিকে থ্রো করতে গিয়ে চোট পান তিনি।

এদিকে, কাগিসো রাবাডার পরিবর্তে এখনও কাউকে না নেওয়ায় গুজরাটের বিদেশি খেলোয়াড়দের তালিকায় বর্তমানে রয়েছেন শেরফেন রাদারফোর্ড, রশিদ খান, জস বাটলার, জেরাল্ড কোয়েটজি ও করিম জানাত। চোট এবং খেলোয়াড় ঘাটতির মধ্যেও পাঁচ ম্যাচে চারটি জয় নিয়ে আপাতত টেবিলের শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স।

গ্লেন ফিলিপস
IPL 2025: 'আউট না হলেও...' - কেকেআরের বিরুদ্ধে ধোনির আউট নিয়ে বিতর্কিত মন্তব্য সেহওয়াগের!
গ্লেন ফিলিপস
ISL 2024-25: ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়ে শনিবার যুবভারতীতে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ বেঙ্গালুরু

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in