ISL 2024-25: ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়ে শনিবার যুবভারতীতে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ বেঙ্গালুরু

People's Reporter: টুর্নামেন্টের এগারো বছরের ইতিহাসে এখনও পর্যন্ত ঘরের মাঠে আইএসএল কাপ চ্যাম্পিয়ন হয়নি কোনও দল।
আজ মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি
আজ মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসিছবি - সংগৃহীত
Published on

মোহনবাগানের কাছে শনিবার যুবভারতীতে ইতিহাস লেখার লড়াই। কোনো দল এখনও পর্যন্ত লিগ শিল্ড ও আইএসএল কাপ একসাথে জেতেনি। গত মরসুমে সেই সুযোগ হাতছাড়া হয় মোহনবাগানের। শনিবার যুবভারতীতে ফের ইতিহাস রচনার সুযোগ সবুজ-মেরুন ব্রিগেডের কাছে। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি।

টুর্নামেন্টের এগারো বছরের ইতিহাসে এখনও পর্যন্ত ঘরের মাঠে আইএসএল কাপ চ্যাম্পিয়ন হয়নি কোনও দল। এই তালিকায় রয়েছে এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স, বেঙ্গালুরু এফসি, মোহনবাগান। ২০১৫, ২০১৬, ২০১৭ আইএসএলে যথাক্রমে ঘরের মাঠে ফাইনাল হারে গোয়া, কেরালা ব্লাস্টার্স এবং বেঙ্গালুরু এফসি। এমনকি গত মরসুমে যুবভারতীতে মুম্বইয়ের কাছে হারতে হয়েছিল মোহনবাগানকে। তবে অতীত নিয়ে না ভেবে বর্তমানেই ফোকাস করতে চান বাগান কোচ হোসে মোলিনা।

মোলিনা বলেন, 'অতীতে কী হয়েছে সেই নিয়ে আমি ভাবি না। আমি সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আমরা সবার ওপরে আছি। আমরা লিগ শিল্ড জিতেছি। এটাই আমাদের মোটিভেশন। আইএসএল কাপ জেতার জন্য উদগ্রীব। ছেলেরা তেতে রয়েছে। আগের বছর ফাইনালে হার থেকে বাড়তি মোটিভেশনের প্রয়োজন নেই। আমরা ১০০ শতাংশ মোটিভেটেড। আমরা ইতিহাস রচনা করতে চাই। আমরা ভর্তি যুবভারতী স্টেডিয়ামে নামার জন্য উত্তেজিত। এটাই আমাদের বড় মোটিভেশন। সারা বছর ধরে সমর্থকরা আমাদের পাশে থেকেছে। ওরাই আমাদের ভরসা। আশা করছি সমর্থকদের সামনে আমাদের সেরাটা বেরিয়ে আসবে।'

অন্যদিকে বেঙ্গালুরু কোচ জেরার্ড জারাগোজা বলেন, '৫-৪ গোলে জিতলেও কোনও ক্ষতি নেই। কারণ সমর্থকরা মাঠে গোল দেখতে আসে'। তবে গোল সংখ্যা নিয়ে চিন্তিত নয় বাগান কোচ। একমাত্র লক্ষ্য জয়।'

মোলিনা বলেন, 'আমরা জিতলেই ফ্যানরা খুশি। ৫-৪, ২-০ বা অন্য কোনও স্কোরলাইনের গুরুত্ব নেই। জয়ের চেষ্টাই আসল।'

মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু বলেন, “গত মরসুমে আমাদের পারফরম্যান্স যেরকম হয়েছিল, তা তো আর বদলানো সম্ভব নয়। যা হয়ে গেছে, হয়ে গেছে। এখন আমরা বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে মনোনিবেশ করছি। গত বছর মুম্বইয়ের বিরুদ্ধে খেলেছিলাম, এবার বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলছি। দুই দল সম্পূর্ণ আলাদা। আমরা ম্যাচটা জিততে চাই। আমরা বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবতে চাই। এটা ঠিকই যে, গত ম্যাচে আমরা ভুল করেছিলাম বলেই আমাদের গোল খেতে হয়েছিল। তবে এই জায়গায় আমরা উন্নতি করব এবং ম্যাচটাও জিতব”।

আজ মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি
IPL 2025: 'এই মাঠ আমার' - বেঙ্গালুরুকে হারিয়ে বিশেষ সেলিব্রেশনের কারণ জানালেন রাহুল
আজ মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি
Kalinga Super Cup 25: সূচি প্রকাশ সুপার কাপের, প্রথম ম্যাচেই নামবে ইস্টবেঙ্গল-মোহনবাগান!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in