কে এল রাহুল
কে এল রাহুলছবি - সংগৃহীত

IPL 2025: 'এই মাঠ আমার' - বেঙ্গালুরুকে হারিয়ে বিশেষ সেলিব্রেশনের কারণ জানালেন রাহুল

People's Reporter: দিল্লি ক্যাপিটালসের এক ভিডিও বার্তায় রাহুল বলেন, এই উদযাপনটি আমার প্রিয় সিনেমা 'কান্তারা' থেকে অনুপ্রাণিত।
Published on

আইপিএলে আরসিবির বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর দিল্লি ক্যাপিটালসের (ডিসি) উইকেটরক্ষক-ব্যাটসম্যান কেএল রাহুল অসাধারণ এক উদযাপন করেন। এর নেপথ্যে এক কাহিনি আছে। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ৫৩ বলে ৯৩* রানের অসাধারণ ইনিংস খেলে দলকে জয় এনে দেওয়ার পর রাহুলের উদযাপন ভাইরাল হয়ে পড়ে। মাঠে ব্যাট ঠুকে এবং বুকে হাত রেখে নিজের জার্সির দিকে ইঙ্গিত করে, যেন বললেন— "এই মাঠ আমার"।

দিল্লি ক্যাপিটালসের এক ভিডিও বার্তায় রাহুল বলেন, "এই উদযাপনটি আমার প্রিয় সিনেমা 'কান্তারা' থেকে অনুপ্রাণিত। এটি আমার জন্য একটি বিশেষ জায়গা, যেখানে আমি বড় হয়েছি। এটি আমার টার্ফ, আমার মাঠ।"

‘কান্তারা’ এক জনপ্রিয় কন্নড় সিনেমা, যেখানে স্থানীয় সংস্কৃতি ও আত্মপরিচয় নিয়ে গভীর বার্তা উঠে এসেছে। এই চলচ্চিত্রের একটি বিখ্যাত দৃশ্যের মতোই রাহুলকেও মাঠে ব্যাট দিয়ে মাটি স্পর্শ করতে দেখা যায়।

কর্ণাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন খেলার সুবাদে চিন্নাস্বামী স্টেডিয়ামে রাহুলের পরিসংখ্যানও চমকপ্রদ। ২০টি টি-টোয়েন্টিতে তিনি করেছেন ৫৪৪ রান, যার গড় ৪১.৮৪ এবং স্ট্রাইক রেট ১৪৫-এরও বেশি। আইপিএলে এখানেই ১৮টি ম্যাচে তিনটি হাফ-সেঞ্চুরি সহ করেছেন ৪৭৫ রান। এমনকি এই মাঠেই ২০২৩ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৬২ বলে সেঞ্চুরি করেছিলেন, যা ভারতের পক্ষে দ্রুততম।

গতকাল প্রথমে বল করে কুলদীপ যাদব ও বিপ্রজ নিগমের দুর্দান্ত স্পিনে আরসিবিকে ১৬৩/৭-এ থামায় দিল্লি। এরপর ব্যাট করতে নেমে ৫৮/৪ অবস্থায় পড়লেও রাহুল এবং ট্রিস্টান স্টাবসের ১১১ রানের অপরাজিত পার্টনারশিপে দিল্লি জয় নিশ্চিত করে।

রাহুলের ইনিংসে ছিল ৭টি চার এবং ৬টি ছক্কা। এই জয়ে ডিসি এখন চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। আরসিবি পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

কে এল রাহুল
IPL 2025: চিপকে মুখোমুখি কলকাতা-চেন্নাই! পরিসংখ্যানে এগিয়ে সিএসকে
কে এল রাহুল
IPL 2025: বেঙ্গালুরু অধিনায়কের সিদ্ধান্তে অসন্তুষ্ট বিরাট! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল নেট দুনিয়ায়

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in