
শুক্রবার চিপকে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। পরিসংখ্যান অনুযায়ী এগিয়ে সিএসকে। তবে টানা ৪ ম্যাচ হেরে বেশ চাপে রয়েছে চেন্নাই। কেকেআরও শেষ ম্যাচ হেরে জিততে মরিয়া রয়েছে।
বর্তমানে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা এবং নবম স্থানে চেন্নাই। প্লে অফে এগিয়ে থাকতে হলে দুই দলকেই ম্যাচ জিততে হবে। পরিসংখ্যান অনুযায়ী মোট ৩০ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে চেন্নাই জিতেছে ১৯ বার এবং কলকাতা জয়ী হয়েছে ১০ বার। ১টি ম্যাচ অমীমাংসিত থাকে।
চিপকে মোট ১১ বার মুখোমুখি হয়েছে দুই ফ্র্যাঞ্চাইজি। যার মধ্যে ৮ বার জেতে চেন্নাই। ৩ বার জয়ী হয় কলকাতা।
শেষ ৫ বারের মুখোমুখিতে কলকাতা জিতেছে ২টি এবং চেন্নাই জয়ী হয়েছে ৩টি ম্যাচে। ২০২৪ সালে ৭ উইকেটে জয়ী হয় চেন্নাই। ২০২৩-র মে মাসে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় কেকেআর। ওই মরসুমেই আরেকটি ম্যাচে ৪৯ রানে জয়ী হয়ে সিএসকে। ২০২২ সালে ৬ উইকেটে জেতে কেকেআর। ২০২১ সালে চেন্নাই ২৭ রানে হারায় কলকাতাকে।
অন্যদিকে, চেন্নাইয়ের নেতৃত্বে ফিরেছেন ধোনি। রুতুরাজ আহত হওয়ায় পুরো মরসুম থেকেই ছিটকে গেছেন তিনি। তাঁর পরিবর্তে ধোনিকেই অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। আজকের ম্যাচেও নেতৃত্ব দেবেন 'ক্যাপ্টেন কুল'।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন