
আবার চেন্নাইয়ের অধিনায়ক হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। চোটের কারণে পুরো মরসুম থেকেই ছিটকে গেছেন রুতুরাজ গায়কোয়াড়। যার কারণে ধোনির উপরেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানান চেন্নাইয়ের কোচ। এই খবর শুনেই রীতিমতো উচ্ছ্বসিত সিএসকে ফ্যানরা।
শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংসের। গুরুত্বপূর্ণ ম্যাচে নেতৃত্ব দেবেন 'ক্যাপ্টেন কুল'। এখনও পর্যন্ত ৫ ম্যাচের মধ্যে পর পর ৪ ম্যাচে হেরেছে রুতুরাজের নেতৃত্বে থাকা চেন্নাই। তবে ধোনি দায়িত্ব পাওয়ায় চেন্নাই দলে আমূল পরিবর্তন আসতে পারে বলেই মনে করছেন অনেকে।
সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, “ধোনি কোনো দ্বিধা না করেই দায়িত্ব নিতে রাজি হয়েছেন। দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন, তাঁদের মধ্য থেকেই আমরা রুতুরাজের বিকল্প খুঁজব।”
গায়কোয়াড়ের চোট সম্পর্কে ফ্লেমিং জানান, “গুয়াহাটিতে একটি শর্ট বলের আঘাতে তাঁর রেডিয়াল নেক ফ্র্যাকচার হয়। অস্ত্রোপচারের পরই আমরা নিশ্চিত হই তিনি চলতি মরসুমে আর খেলতে পারবেন না।”
ধোনি ২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত সিএসকে-র অধিনায়কত্ব করে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছেন। ২০২৪ সালে তিনি দায়িত্ব ছাড়লে গায়কোয়াড়কে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়।
রুতুরাজের অনুপস্থিতিতে চেন্নাই দলে এখন রাহুল ত্রিপাঠিকে টপ অর্ডারে ফিরিয়ে আনা হতে পারে। পাশাপাশি দীপক হুডা এবং আয়ুশ মাত্রেকে খেলানো হতে পারে মিডল অর্ডারে। যাতে দলের শক্তি আরও বৃদ্ধি পায়।
এখন দেখার বিষয়, ধোনির অভিজ্ঞতা ও নেতৃত্বে চেন্নাই সুপার কিংস তাদের হারানো ছন্দ ফিরে পায় কিনা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে নবম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। দশম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর কলকাতা আছে ষষ্ঠ স্থানে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন