

১২৮ বছর পর অলিম্পিক্স গেমসে ফিরছে ক্রিকেট। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) নিশ্চিত করেছে যে লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক্সে পুরুষ ও মহিলা উভয় বিভাগে মাত্র ৬টি দেশ অংশগ্রহণের সুযোগ পাবে। যার জেরে প্রথম সারির বহু দেশই অলিম্পিক্সে সুযোগ পাবে না।
ক্রিকেটের জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র ৯০ জন ক্রীড়াবিদের কোটা। অর্থাৎ ৬টি দেশের ১৫ জন করে সদস্য থাকবেন। পুরুষ ও মহিলা দুই বিভাগের জন্যই নিয়মের কোনও পরিবর্তন নেই।
অলিম্পিকে প্রথম ও শেষবার ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছিল ১৯০০ সালের প্যারিস গেমসে, যেখানে গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে একটি দুই দিনের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। জানা যাচ্ছে ২০২৮ সালে ক্রিকেট হবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে।
বর্তমানে আইসিসির ১২টি পূর্ণ সদস্য দেশের পাশাপাশি রয়েছে ৯৪টি সহযোগী সদস্য দেশ। এত দেশের মধ্যে মাত্র ৬টি দেশ সুযোগ পাবে অলিম্পিকে অংশগ্রহণ করার।
২০২৮ অলিম্পিকের ক্রিকেট ইভেন্টের সময়সূচী ও স্থান এখনও নির্ধারিত হয়নি। তবে টুর্নামেন্টের সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেই জানা যাচ্ছে।
প্রসঙ্গত, কমনওয়েলথ গেমস ২০২২-এ মহিলাদের ক্রিকেট অন্তর্ভুক্তি এবং ২০২৩ সালের এশিয়ান গেমসে পুনরায় পুরুষ ও মহিলাদের ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার কারণেই অলিম্পিক্সেও ক্রিকেটের প্রত্যাবর্তন শুধু সময়ের অপেক্ষা ছিল।
ক্রিকেট ছাড়াও, লস অ্যাঞ্জেলেস অলিম্পক্স ২০২৮-এ নতুন খেলা হিসেবে যুক্ত হয়েছে বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস এবং স্কোয়াশ। এছাড়া ফুটবলে ১৬টি দেশের বদলে ১২টি দেশ অংশগ্রহণ করতে পারবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন