UEFA Champions League: বার্সার বিপক্ষে ৪-০ গোলে ধরাশায়ী বরুশিয়া! ৩-১ ব্যবধানে জয়ী PSG

People's Reporter: বুধবার মধ্যরাতে বরুশিয়ার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। প্রথম থেকেই বল নিজেদের দখলে রেখেছিল বার্সা।
গতকাল ম্যাচের দৃশ্য
গতকাল ম্যাচের দৃশ্যছবি - বার্সেলোনার ফেসবুক পেজ
Published on

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুশিয়াকে ৪-০ গোলে পরাস্ত করল বার্সেলোনা। অন্যদিকে পিএসজির কাছে ৩-১ ব্যবধানে হারতে হল অ্যাস্টন ভিয়াকে।

বুধবার মধ্যরাতে বরুশিয়ার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। প্রথম থেকেই বল নিজেদের দখলে রেখেছিল বার্সা। ম্যাচের শুরুতেই গোলমুখী শট নেন ইয়ামাল। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষক অসাধারণ সেভ করেন।

ম্যাচের ২৫ মিনিটে রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সা। প্রথমার্ধে আরও সুযোগ পেয়েছিলেন ইয়ামালরা। তবে কাজে লাগাতে ব্যর্থ হন। প্রথমার্ধ ১-০ ব্যবধানে শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটের মাথায় হেডে গোল করে দলকে এগিয়ে দেন রবার্ট লেভনডস্কি। ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন লেভনডস্কি। ৭৭ মিনিটে ম্যাচের শেষ গোলটি আসে ইয়ামালের পা থেকে।

গোটা ম্যাচে মোট ১৮টি শট নেয় বার্সা। ১০টি অন টার্গেট থাকে। অন্যদিকে বরুশিয়া ১৩টি শটের মধ্যে মাত্র ৩টি অন টার্গেট রাখে। সেমিফাইনালে উঠতে গেলে দ্বিতীয় লেগে বার্সাকে ৫-০ গোলে পরাস্ত করতে হবে বরুশিয়াকে। যা কার্যত অসম্ভব বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

অন্যদিকে অ্যাস্টন ভিয়ার মুখোমুখি হয় পিএসজি। যে ম্যাচে ৩-১ গোলে ম্যাচ জিতে নেয় প্যারিসের ক্লাবটি।

গতকাল ম্যাচের দৃশ্য
Kalinga Super Cup 25: সূচি প্রকাশ সুপার কাপের, প্রথম ম্যাচেই নামবে ইস্টবেঙ্গল-মোহনবাগান!
গতকাল ম্যাচের দৃশ্য
UEFA Champions League: আর্সেনালের কাছে ৩-০ গোলে হার রিয়ালের! ২-১ ব্যবধানে পরাজিত বায়ার্ন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in