UEFA Champions League: আর্সেনালের কাছে ৩-০ গোলে হার রিয়ালের! ২-১ ব্যবধানে পরাজিত বায়ার্ন

People's Reporter: গোটা ম্যাচে সেইভাবে চোখেই পড়লো না ভিনিসিয়াস, এমবাপ্পেদের ম্যাজিক। বরং জোড়া গোল করে নজর কাড়লেন আর্সেনালের রাইস।
বল দখলের লড়াইয়ে এমবাপ্পে
বল দখলের লড়াইয়ে এমবাপ্পেছবি - রিয়াল মাদ্রিদের
Published on

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের কাছে ৩-০ গোলে পরাজিত হল রিয়াল মাদ্রিদ। গোটা ম্যাচে সেইভাবে চোখেই পড়লো না ভিনিসিয়াস, এমবাপ্পেদের ম্যাজিক। বরং জোড়া গোল করে নজর কাড়লেন আর্সেনালের রাইস।

মঙ্গলবার মধ্যরাতে আর্সেনালের মুখোমুখি হয়েছিল রিয়াল। প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক খেলতে থাকে। একাধিক নিশ্চিত গোল বাঁচান রিয়ালের গোলরক্ষক কর্তোয়া ও আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

দ্বিতীয়ার্ধে কার্যত অন্য এক আর্সেনালকে দেখা গেল। ৫০ মিনিটের পর থেকে একের পর এক আক্রমণ করে আর্সেনাল। ৫৮ মিনিটের মাথায় ফ্রি-কিক পায় ইংলিশ ক্লাবটি। বিশ্বমানের ফ্রি-কিক থেকে দলকে ১-০ গোলে এগিয়ে দেন রাইস। ৭০ মিনিটের মাথায় ফের ফ্রি-কিক পায় আর্সেনাল। আবারও সেই রাইস। দ্বিতীয় পোস্টের একদম টপ কর্নারে রাখেন বলটি। গোল বাঁচাতে ব্যর্থ হন কর্তোয়া।

৭৫ মিনিটের মাথায় মাইকেল মেরিনো আর্সেনালের হয়ে তৃতীয় গোলটি করেন। এরপর গোল করার বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। এই ফলাফলের জেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আরও কঠিন হয়ে গেল রিয়ালের কাছে। দ্বিতীয় লেগে ৪-০ ব্যবধানে ম্যাচ জিততেই হবে এমবাপ্পেদের। নয়তো এবারের মতো ট্রফি জয়ের আশা শেষ।

অন্যদিকে, বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। ম্যাচের ৩৮ মিনিটেই আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতার মার্টিনেজের গোলে লিড নেয় ইন্টার। ৮৫ মিনিটে থমাস মুলারের গোলে সমতা ফেরায় বায়ার্ন। তবে ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে ব্যর্থ হয় তারা। ৮৮ মিনিট ফ্রাটেসির গোলে ২-১ ব্যবধানে জেতে ইতালির ক্লাবটি।

উল্লেখ্য, বুধবার মধ্যরাতে বরুশিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। অ্যাস্টন ভিয়া খেলবে পিএসজির বিপক্ষে।

বল দখলের লড়াইয়ে এমবাপ্পে
ICC U19 World Cup: নাইজেরিয়ার মাটিতে ইতিহাস তানজানিয়ার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের!
বল দখলের লড়াইয়ে এমবাপ্পে
Harry Brook: ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক ২৬ বছর বয়সী এই তারকা ক্রিকেটার!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in