
নাইজেরিয়ার মাটিতে ইতিহাস গড়ল তানজানিয়া। ৫ ম্যাচে অপরাজিত থেকে আগামী বছরের আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের জন্য আফ্রিকান আঞ্চলিক থেকে যোগ্যতা অর্জন করেছে।
লক্ষ বাকরানিয়ার নেতৃত্বাধীন তানজানিয়া রাউন্ড রবিন ভিত্তিক এই প্রতিযোগিতায় সিয়েরা লিওনকে পরাজিত করে ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়। পিছনে ফেলে দেয় নামিবিয়া (৮ পয়েন্ট) ও কেনিয়াকে (৬ পয়েন্ট)। এই জয় তানজানিয়ার জন্য ঐতিহাসিক, কারণ দলটি মাত্র ২০২৪ সালের আগস্টে দ্বিতীয় বিভাগ থেকে উন্নীত হয়েছিল।
অধিনায়ক বাকরানিয়া প্রতিযোগিতায় নিজের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে নেতৃত্ব দেন। ২০২১ সালেও একই প্রতিযোগিতায় মাত্র ১৪ বছর বয়সে নামিবিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি। এবারে তিনি ২ উইকেট ও ৩৪ রানের কার্যকর ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন।
যোগ্যতা অর্জনের পর বাকরানিয়া বলেন, "আমি ভাষা হারিয়ে ফেলেছি। এটি তানজানিয়ার ক্রিকেটের জন্য এক বিশাল মুহূর্ত। আমরা ইতিহাস গড়েছি এবং ২০২৬ সালের বিশ্বকাপে দেশের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করব।"
২০২৬ বিশ্বকাপের জন্য তানজানিয়া এখনও পর্যন্ত যোগ্যতা অর্জন করা ১২তম দল। ১০টি পূর্ণ সদস্য দল (যেমন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড) এবং আয়োজক জিম্বাবোয়ে ইতিমধ্যে সরাসরি যোগ্যতা অর্জন করেছে। বাকি চারটি স্থান নির্ধারণ হবে এশিয়া, পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগর, ইউরোপ ও আমেরিকার আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন