
ইডেনে পিচ বিতর্ক যেন থামতেই চাইছে না। কেকেআর অধিনায়ক রাহানে ম্যাচ হেরে বার বার পিচ কিউরেটরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এবার এক কেকেআর কর্তা কটাক্ষ করে পিচ কিউরেটরকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়ার দাবি জানিয়েছেন।
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে যাওয়ার পর ফের চর্চায় ইডেন গার্ডেন্সের পিচ। মঙ্গলবার কেকেআর ২৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ হারে। এই নিয়ে ইডেনে দুটি ম্যাচ হারে তারা।
এরপরই সাংবাদিক সম্মেলনে অজিঙ্কা রাহানে বলেন, "যিনি আমাদের কিউরেটর, তিনি অনেক প্রচার পেয়েছেন। আমার মনে হয় তিনি এই প্রচারে খুশি। হোম অ্যাডভান্টেজ সম্পর্কে আপনারা যা খুশি লিখতে পারেন। আমাদের যা বলার তা আইপিএল কর্তৃপক্ষকে জানাবো"।
এনডিটিভির একটি প্রতিবেদন অনুযায়ী, কেকেআরের এক কর্তা নাকি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর এক কর্তাকে বলেছেন, "কেকেআর-কে হারতে দেখে সিএবি মনে হয় খুশি হয়েছে। কিউরেটরকেই ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়া উচিত!"
প্রসঙ্গত, কিউরেটর সুজন মুখার্জি আগে স্পষ্টই জানিয়েছিলেন যে হোম টিম আবেদন করতেই পারে। একটু বদল করাই যায়। কে কী বলছে তাতে আমি কান দিই না। বাংলার ক্রিকেটের কথা মাথায় রেখে পিচ তৈরি করি।
এই মরসুমে শুধু কেকেআরই নয়, অন্যান্য ফ্র্যাঞ্চাইজিও হোম অ্যাডভান্টেজ না থাকা নিয়ে হতাশা প্রকাশ করেছে। চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টস-ও হোম পিচের অবস্থা নিয়ে অসন্তোষ জানিয়েছে। এলএসজি মেন্টর জাহির খান মজার ছলে মন্তব্য করেছিলেন, লখনউয়ের পিচ দেখে মনে হয়েছে পাঞ্জাবের কেউ বানিয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন