
ঘরের মাঠ চিপকে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৮ উইকেটে পরাজিত হল চেন্নাই সুপার কিংস। অধিনায়ক হিসেবে এমএস ধোনির প্রত্যাবর্তনও দলের দুরবস্থা রোধ করতে পারল না। কেকেআর জিতলেও ধোনির বিতর্কিত আউট ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। তবে ধোনি আউট না হলেও খেলায় বিশেষ কিছু পরিবর্তন হত না বলেই জানান বীরেন্দ্র সেহওয়াগ।
স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সেহওয়াগ বলেন, "আমার সন্দেহ আছে যে এমএস ধোনি ব্যাট করলেও সিএসকে জিততে পারত কিনা। তারা কত রান করত? ১২০? কেকেআর ১০.২ ওভারে লক্ষ্য তাড়া করল!" তিনি আরও জানান, সিএসকে-র ব্যাটিং লাইন-আপে বড় পরিবর্তনের প্রয়োজন।
১৬তম ওভারে সুনীল নারিনের বলে ধোনি ১ রান করে আউট হন। বিতর্কিত এলবিডব্লিউ সিদ্ধান্তে ধোনি ডিআরএস নিলেও, আল্ট্রা এজে সামান্য স্পাইক থাকলেও স্পষ্ট ব্যাট-বলের সংযোগ বোঝা যায়নি।
তবে সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিংও এই আউট নিয়ে সন্তুষ্ট নন। অন্যদিকে, সঞ্জয় বাঙ্গার ইএসপিএন ক্রিকইনফোতে জানান, "তৃতীয় আম্পায়ার সম্পূর্ণ আত্মবিশ্বাসী ছিলেন না, কিছুটা সিদ্ধান্তহীনতা ছিল বলেই মনে হয়।"
গতকাল টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর। চেন্নাই ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান করে চেন্নাই। সুনীল নারিন ৪ ওভার করে ১৩ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। হর্ষিত রানা ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট, বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ২ উইকেট নেন। তাছাড়া ১ উইকেট করে নেন বৈভব আরোরা এবং মইন আলি।
জবাবে ব্যাট করতে নেমে ১০.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১০৭ রান তুলে ম্যাচ জিতে নেয় কলকাতা। এই জয়ের পরই পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে কেকেআর। আর চেন্নাই টানা ৫ ম্যাচ হেরে নবম স্থানেই রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন