IPL 2025: রুতুরাজের বিকল্প পেল চেন্নাই, দলে এলেন মুম্বইয়ের তরুণ ব্যাটার

People's Reporter: রুতুরাজ ছিটকে যাওয়ার পর বেশ কয়েকজন ক্রিকেটারকে ট্রায়ালের জন্য ডেকেছিল চেন্নাই— তাঁদের মধ্যে ছিলেন উর্বিল প্যাটেল, সলমন নিজার, আয়ুষ মাত্রে।
আয়ুষ মাত্রে
আয়ুষ মাত্রেছবি - সংগৃহীত
Published on

রুতুরাজের বিকল্প পেয়েছে চেন্নাই সুপার কিংস। জানা যাচ্ছে মুম্বইয়ের তরুণ ব্যাটার আয়ুষ মাত্রেকে দলে নিয়েছে সিএসকে। আগামী ম্যাচেই হয়তো তাঁকে চেন্নাইয়ের জার্সিতে দেখা যেতে পারে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর খবর অনুযায়ী, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাইয়ের পরবর্তী ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন মুম্বইয়ের তরুণ ব্যাটার আয়ুষ। ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটার রঞ্জি ও লিস্ট এ— দুই ফর্ম্যাটেই করেছেন শতরান। সৌরাষ্ট্রের বিরুদ্ধে ১৪৮ রানের ইনিংস খেলে নজর কাড়েন সকলের।

রুতুরাজ ছিটকে যাওয়ার পর বেশ কয়েকজন ক্রিকেটারকে ট্রায়ালের জন্য ডেকেছিল চেন্নাই— তাঁদের মধ্যে ছিলেন উর্বিল প্যাটেল, সলমন নিজার, আয়ুষ মাত্রে। চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন আয়ুষ মাত্রে। ৩০ লক্ষ টাকার বেস প্রাইজেই তাঁকে দলে নিয়েছে সিএসকে।

গায়কোয়াড়ের চোট সম্পর্কে চেন্নাই কোচ ফ্লেমিং জানিয়েছিলেন, “গুয়াহাটিতে একটি শর্ট বলের আঘাতে তাঁর রেডিয়াল নেক ফ্র্যাকচার হয়। অস্ত্রোপচারের পরই আমরা নিশ্চিত হই তিনি চলতি মরসুমে আর খেলতে পারবেন না।”

গায়কোয়াড়ের চোটের পরই ধোনিকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। কলকাতার বিরুদ্ধে ধোনি নেতৃত্ব দেন। কিন্তু চিপকে লজ্জার হার স্বীকার করতে হয় চেন্নাইকে। টানা ৫ ম্যাচ হেরে বেশ চাপে রয়েছে সিএসকে। আজ লখনউয়ের বিরুদ্ধে খেলবে চেন্নাই।

আয়ুষ মাত্রে
Mohun Bagan: জোড়া মুকুট জয়ের উপহার! আরও এক মরসুম মোহনবাগানের কোচ মোলিনা!
আয়ুষ মাত্রে
IPL 2025: বিরাট ধাক্কা গুজরাটের! গোটা আইপিএল মরসুম থেকে ছিটকে গেলেন এই তারকা
আয়ুষ মাত্রে
IPL 2025: 'আউট না হলেও...' - কেকেআরের বিরুদ্ধে ধোনির আউট নিয়ে বিতর্কিত মন্তব্য সেহওয়াগের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in