Mohun Bagan: জোড়া মুকুট জয়ের উপহার! আরও এক মরসুম মোহনবাগানের কোচ মোলিনা!

People's Reporter: মোলিনা বলেন, আমার সঙ্গে ক্লাবের এক বছরের চুক্তি হয়েছিল। যদি লিগ-শিল্ড বা কাপ জিততে পারি তা হলে আরও এক বছর চুক্তি বাড়াবে বলেছিল। দুটোই জিতেছি।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

কোচ হিসেবে জোড়া মুকুট জিতেছেন হোসে মোলিনা। লিগ শিল্ড আর আইএসএল কাপ দুটোই জিতিয়েছেন মোহনবাগানকে। তবে তারপরও কোচ হিসেবে আগামী মরসুমে তিনি থাকবেন কিনা সেটা নিশ্চিত ছিল না। কিন্তু এখন জানা যাচ্ছে, আরও এক মরসুম মোহনবাগানের সাথে থাকবেন মোলিনা।

শনিবার যুবভারতীতে বেঙ্গালুরু এফসিকে ২-১ গোলে হারিয়ে আইএসএল কাপ যেতে মোহনবাগান। এরপর কোচ মোলিনা বলেছিলেন, 'আমার সঙ্গে ক্লাবের এক বছরের চুক্তি হয়েছিল। যদি লিগ-শিল্ড বা কাপ জিততে পারি তা হলে আরও এক বছর চুক্তি বাড়াবে বলেছিল। দুটোই জিতেছি। এবার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে দেখি ওরা আমাকে রাখতে চায় কি না? আশা করি রাখবে।'

তিনি আরও বলেন, “কোচিং জীবনে এটাই আমার সেরা সময় কি না জানি না। প্রতি দিনই আমি শিখি, কোচ হিসেবে নিজেক উন্নত করে তোলার চেষ্টা করি। তবে আমি আশা করি, ভবিষ্যতে আরও ভালো কোচ হয়ে উঠতে পারব, আরও ভালো সাফল্য অর্জন করব। জানি না আমার কোচিংয়ে এটাই সবচেয়ে দাপুটে দল কি না। আমি হংকংয়ে ছিলাম এক বছর। সেখানে তিনটি ট্রফি জিতেছিলাম।''

তিনি আরও বলেন, "আইএসএল শিল্ড ও কাপ জয় অবশ্যই বড় সাফল্য। সে জন্য আমি খুশি। দলের সতীর্থদের সবাইকে সে জন্য ধন্যবাদ। কোনও রহস্য নেই। যত পারো পরিশ্রম করো এবং সবাই মিলে পরিশ্রম করো। সমর্থক থেকে শুরু করে ক্লাবের ম্যানেজার সবাই যদি পরিশ্রম করে, তা হলে সাফল্য আসবেই। তা সত্ত্বেও কেউ নিশ্চিত হতে পারে না যে সে প্রতি ম্যাচে জিততে পারবে। আমরা মরশুম শুরুর আগে কখনও ভাবতে পারিনি যে আমরা কাপ, শিল্ড দুটোই জিতব। আসল কথা হল ফুটবলটা উপভোগ করা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার"।

বেঙ্গালুরুর কোচ ম্যাচ হারার পর একাধিক অভিযোগ করলেও মোলিনা জানান কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই তাঁর। তিনি বলেন, “হেরে গেলে আমি কখনও অজুহাত দিই না। বেঙ্গালুরুতে তিন গোলে হেরেছিলাম। কিন্তু তা সত্ত্বেও কোনও অজুহাত দিইনি। জামশেদপুরের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে হারার পরেও কিছু বলিনি। কারণ, যদি অপ্রিয় কিছু হয়ে থাকে, তা হলে তা ফুটবলেরই অঙ্গ। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই আমার। অন্যরা কে কী অভিযোগ করল, তা নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না”।

প্রতীকী ছবি
ISL Final 2024-25: তৈরী ইতিহাস, লিগ শিল্ড-এর পর আইএসএল কাপও জিতলো মোহনবাগান
প্রতীকী ছবি
Olympics 2036: ২০৩৬ অলিম্পিক্স আয়োজনে ব্যবহার হবে আশারাম বাপুর আশ্রমের জমি! তৎপর গুজরাট প্রশাসন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in