IPL 2025: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে বৃষ্টি ভ্রূকুটি! কখন কে পারফর্ম করবেন? দেখুন একনজরে
ইডেনে বহু প্রতীক্ষার ১৮ তম আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে বৃষ্টির ভ্রূকুটি। কিন্তু পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে সিএবি এবং কেকেআর কর্তৃপক্ষ।
কলকাতায় কিং কোহলি আগেই এসেছেন। এবার এলেন কিং খান। আইপিএল উন্মাদনায় মেতেছে শহর কলকাতা। শুক্রবার সন্ধ্যাতেই কলকাতা বিমানবন্দরে নামেন শাহরুখ খান। কড়া নিরাপত্তায় গাড়িতে ওঠার আগে অনুরাগীদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দেন কিং খান। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন 'বলিউড বাদশা'।
অনুষ্ঠান সূচি অনুযায়ী সন্ধ্যা ৬.১১-তে মাঠে ঢুকবেন শাহরুখ খান। সঞ্চালক ২ মিনিট বক্তব্য রাখবেন। ৬.১৩ মিনিটে মঞ্চে উঠবেন শ্রেয়া ঘোষাল। এরপর ৬.৩০ মিনিটে মঞ্চে আসবেন বলিউড তারকা দিশা পাটানি। তারপর পারফর্ম করবেন কর্ণ আউজলা। উদ্বোধনী ম্যাচের দুই অধিনায়ক মাঠে প্রবেশ করবেন।
এরপই আইপিএল ১৮ লেখা কেক কাটার পর্ব, বেলুন ওড়ানো ও ড্রোন শো। ট্রফি নিয়ে ফটোশ্যুটও হওয়ার কথা। বৃষ্টি না হলে সবকিছুই স্বাভাবিকভাবেই হবে। নয়তো ব্যাহত হবে আইপিএল-র উদ্বোধনী অনুষ্ঠান। প্রসঙ্গত, ২০১৩ আর ২০১৫ সালের পরে আবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে ইডেনে।
আবহাওয়া দফতর শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করেছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও পূর্ব বর্ধমানে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের তিন জেলা মালদা, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন