IPL 2025: ইডেনে কলকাতার ম্যাচ মাটি করতে ধেয়ে আসছে 'কালবৈশাখী'! পূর্বাভাস আবহাওয়া দফতরের

People's Reporter: শনিবার অর্থাৎ ম্যাচের দিন ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ইডেন গার্ডেন্স
ইডেন গার্ডেন্সছবি - সংগৃহীত
Published on

ইডেনে শনিবার কলকাতা বনাম ব্যাঙ্গালোর ম্যাচে বৃষ্টির ভ্রূকুটি। কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে চিন্তার ভাঁজ দর্শকদের কপালে।

২২ মার্চ কলকাতা বনাম আরসিবির ম্যাচ রয়েছে। আইপিএল-র উদ্বোধনী ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে সমর্থকদের মধ্যে। তাছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন শ্রেয়া ঘোষাল, দিশা পাটানির মতো তারকারা। কিন্তু সমস্ত আনন্দ মাটি হতে পারে বৃষ্টির কারণে।

আবহাওয়া দফতর শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করেছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও পূর্ব বর্ধমানে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের তিন জেলা মালদা, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা।

২৩ মার্চ রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি।

২৪ মার্চ সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং দক্ষিণ বঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

পাশাপাশি মৎস্যজীবীদের জন্যও সতর্কবার্তা জারি করা হয়েছে। বাংলার সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে দু'দিন সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইডেন গার্ডেন্স
IPL 2025: রামনবমীর কারণে পুলিশি নিরাপত্তার অভাব! কলকাতা-লখনউ ম্যাচ ইডেন থেকে সরলো গুয়াহাটিতে
ইডেন গার্ডেন্স
IPL 2025: রাজস্থানের অধিনায়ক বদল! ইমপ্যাক্ট প্লেয়ার সঞ্জু স্যামসন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in