
আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম লখনউ সুপার জায়ান্টস (LSG)-এর ৬ এপ্রিলের ম্যাচটি কলকাতা থেকে গুয়াহাটিতে স্থানান্তরিত হতে চলেছে। ওইদিন রামনবমী থাকার কারণে পুলিশি নিরাপত্তার অভাবে সরাতে হচ্ছে ম্যাচ।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)-এর সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করেছেন। কলকাতার বদলে ম্যাচ হবে আসামের গুয়াহাটি স্টেডিয়ামে। ফলে কলকাতার সমর্থকরা ওই ম্যাচ ইডেনে দেখতে পারবেন না।
সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি বলেন, "কলকাতা পুলিশের সঙ্গে আমাদের একাধিকবার আলোচনা হয়েছে, কিন্তু তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ওই দিন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।" তিনি আরও বলেন, "৬৫,০০০ দর্শকের ভিড় সামলানো পুলিশের সহায়তা ছাড়া অত্যন্ত কঠিন হবে।"
গতবারেও রামনবমীর কারণে কলকাতার ম্যাচ পরিবর্তন হয়েছিল। গত আইপিএল-এ ১৭ এপ্রিল রামনবমীর দিনে ছিল কলকাতা বনাম রাজস্থান ম্যাচ। কিন্তু পুলিশি নিরাপত্তার অভাবে ১৬ এপ্রিল তা অনুষ্ঠিত হয়েছিল।
প্রসঙ্গত, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন যে রামনবমী উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ জুড়ে ২০,০০০-এর বেশি শোভাযাত্রা বের করা হবে। এর ফলে কলকাতা পুলিশের উপর চাপ বাড়বে। তাই আইপিএল ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। তবে কলকাতায় অন্য কোনো বিকল্প তারিখ না থাকায় ম্যাচটি গুয়াহাটিতে হবে বলেই জানান স্নেহাশিস গাঙ্গুলি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন