IND vs SA Test: ৫ বছর পর ইডেনে টেস্ট খেলবে ভারত! প্রোটিয়াদের বিরুদ্ধে বাদ পড়তে পারেন তারকা স্পিনার!

People's Reporter: দিল্লি বিস্ফোরণের জন্য ইডেন মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। সিএবি মেম্বার ছাড়া কাউকেই দুই দলের অনুশীলন চলাকালীন ক্লাব হাউসে ঢুকতে দেওয়া হচ্ছে না।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

ইডেনে ৫ বছর পর হতে চলা টেস্ট ম্যাচ ঘিরে পারদ চড়ছে। বুধবার ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের টিকিট কেনার জন্য মহামেডান গেটের বাইরে যেমন লাইন দেখা গেল তেমনই টিকিট না পেয়ে সিএবি গেটের বাইরে বিক্ষোভ দেখালেন লাইফ মেম্বাররা।

দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ইডেন। সিএবি মেম্বার ছাড়া কাউকেই দুই দলের অনুশীলন চলাকালীন ক্লাব হাউসে ঢুকতে দেওয়া হচ্ছে না। এদিন অনুশীলন করলো ভারতীয় দল। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজকে নেটে টানা বোলিং করতে দেখা গেলো। ভারতীয় দল আশা করছে প্রথম দিন থেকেই বল টার্ন করবে। তার জন্য নেটে স্পিনারদের বিরুদ্ধে শুবমন গিলরা টানা ব্যাট করে গেলেন।

এদিন সাংবাদিক সম্মেলনে এলেন কোচ গৌতম গম্ভীরের আস্থাভাজন ফিল্ডিং কোচ রায়েন টেন। পরিস্থিতি অনুসারে তিন স্পিনার অল রাউন্ডার খেলানো হবে বলেই তিনি জানান। অর্থাৎ ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল এবং জাদেজাকে খেলানো হতে পারে। ব্রাত্য থাকতে হতে পারে কুলদীপ যাদবকে। যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ভারতের ফিল্ডিং কোচ বলেন, "এটা আশ্বাস দিতে পারি যে ঋষভ পন্থ এবং জুরেল দুজনই খেলবে। জুরেল গত সিরিজে যা পারফরম্যান্স করেছে তাতে ওকে বাদ দেওয়া সম্ভব নয়"।

এছাড়া তিনি বলেন, “দলের জয়ের জন্য কৌশল তৈরি করাই আমাদের আসল কাজ। নীতিশ রেড্ডিকে নিয়ে আমাদের কৌশলে কোনও বদল হয়নি। অস্ট্রেলিয়ায় ও খুব বেশি ম্যাচ খেলতে পারেনি। তবে এই সিরিজের গুরুত্ব এবং যেরকম পরিস্থিতির সামনে পড়তে চলেছি, তাতে এই টেস্টে নীতিশের খেলার সম্ভাবনা খুবই কম।”

এদিকে দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে এসেছে। তাদের কোচ জানান, 'ভালো টেস্ট ম্যাচ হবে। পিচ কীরকম হবে তা জানি না। বাভুমা দলটাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাচ্ছে। আগে রাবাডা দলের স্তম্ভ ছিল। বাভুমা সেখান থেকে নিজেকে পরিণত করেছে।'

প্রতীকী ছবি
BCCI: জাতীয় দলের সুযোগ পেতে খেলতে হবে ঘরোয়া ক্রিকেট, বিরাট-রোহিতকে নির্দেশ বোর্ডের!
প্রতীকী ছবি
Lionel Messi: বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৪০০ অ্যাসিস্ট মেসির! অনেক পিছিয়ে রোনাল্ডো

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in