Asia Cup 2025: ৪১ বছরে এই প্রথম এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তান! একনজরে টুর্নামেন্টের ইতিহাস

People's Reporter: রবিবার অর্থাৎ আগামীকাল এশিয়া কাপের ফাইনাল খেলবে ভারত এবং পাকিস্তান। ভারতীয় সময় সন্ধ্যা ৮টায় শুরু হবে ম্যাচ।
এশিয়া কাপ
এশিয়া কাপছবি - সংগৃহীত
Published on

৪১ বছর পর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। বলা চলে এই প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। পরিসংখ্যানে যদিও এগিয়ে ভারত।

রবিবার এশিয়া কাপের ফাইনাল খেলবে ভারত এবং পাকিস্তান। ভারতীয় সময় সন্ধ্যা ৮টায় শুরু হবে ম্যাচ। এখনও পর্যন্ত ৮বার এশিয়া কাপ জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে মাত্র ২ বার শিরোপা নিজেদের নামে করতে পেরেছে পাকিস্তান। টি-২০ ফরম্যাটে এখনও পর্যন্ত এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে পারেনি পাক দল।

প্রথম এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৪ সালে। যেখানে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। ১৯৮৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এশিয়া কাপ ওডিআই ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল। ২০১৬ থেকে ওডিআই/টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটি।

১৯৮৬ সালে এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হয় শ্রীলঙ্কা এবং পাকিস্তান। ৫ উইকেটে পাক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। ১৯৮৮ সাল থেকে ১৯৯৫ টানা ৩ বার চ্যাম্পিয়ন হয় ভারত। ৩বারই প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। ১৯৯৭ সালে ফের জয়ী হয় শ্রীলঙ্কা। ভারতকে ৮ উইকেটে হারিয়েছিল তারা।

২০০০ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের প্রথম এশিয়া কাপ জেতে পাকিস্তান। ফাইনালে শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়েছিল পাক দল। ২০০৪ এবং ২০০৮ সালে জয়ী হয় শ্রীলঙ্কা। প্রতিপক্ষ ছিল ভারত।

২০১০ সালে পুনরায় এশিয়া কাপ জেতে ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে ৮১ রানে পরাজিত করে। ২০১২ সালে বাংলাদেশকে ২ রানে হারিয়ে পাকিস্তান জয়ী হয়। ২০১৪ সালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। ২০১৬-র এশিয়া কাপ হয় টি-২০ ফরম্যাটে। যেখানে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করে জয়ী হয় ভারত। ২০১৮ সালে ওডিআই ফরম্যাটে বাংলাদেশকেই ফাইনালে ৩ উইকেটে পরাস্ত করে টিম ইন্ডিয়া। ২০২২ সালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে নিজেদের ষষ্ঠ এশিয়া কাপ জেতে শ্রীলঙ্কা। ২০২৩ সালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে অষ্টম এশিয়া কাপ জয়ী হয় ভারত।

ফলে এই প্রথম ভারত-পাকিস্তান ফাইনালে মুখোমুখি হচ্ছে। চলতি এশিয়া কাপে এই নিয়ে একে অন্যের বিরুদ্ধে তৃতীয়বার খেলতে চলেছে দুই দল। প্রথম দুই সাক্ষাতে জয়ী হয়েছে ভারত। ফাইনালে কে জয়ী হয় তা সময়ই বলবে।

এশিয়া কাপ
Asia Cup 2025: পাকিস্তান ম্যাচে অনিশ্চিত ভারতের তারকা অলরাউন্ডার! অভিষেক কি খেলবেন?
এশিয়া কাপ
IND vs PAK: মাঠের মধ্যেই 'বিতর্কিত' আচরণ, দুই পাক ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসি-তে অভিযোগ ভারতের!
এশিয়া কাপ
Messi vs Ronaldo: ১০০০ গোলের দিকে এগোচ্ছেন রোনাল্ডো! পিছিয়ে নেই মেসিও, একনজরে দুই তারকার পরিসংখ্যান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in