
এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে অনিশ্চিত হার্দিক পাণ্ডিয়া। চোটের কারণে তাঁকে দলে নাও পাওয়া যেতে পারে বলে জানা যাচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ফিল্ডিং করার সময় মাঠ ছাড়েন হার্দিক পাণ্ডিয়া। তাঁর বদলে ফিল্ডিং করতে নামেন রিঙ্কু সিং। অভিষেক শর্মার পরিবর্তে নামেন জীতেশ শর্মা। হার্দিকের চোট বেশি গুরুতর বলেই মনে করছেন অনেকে।
গতকাল ম্যাচ শেষে ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল বলেন, "তাঁরা দুজনেই ক্র্যাম্পের সমস্যায় ভুগছিলেন। হার্দিক পরের ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। অভিষেক শর্মা ঠিক আছেন"।
তিনি আরও বলেন, "আমরা কোনও কিছুর অজুহাত দিতে চাই না। সবরকম পরিবেশে খেলতে হবে। ক্রিকেটাররা নিয়মিত অনুশীলন করছেন। নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে তাঁরা ফাইনাল জেতার চেষ্টা করবেন। অনুশীলনে বল করা আর ম্যাচের মধ্যে বল করার মধ্যে পার্থক্য থাকে"।
উল্লেখ্য, চলতি এশিয়া কাপে সর্বাধিক রানের মালিক এখন অভিষেক শর্মা। ৩০০-র বেশি রান করেছেন তিনি। গড় ৫০-র বেশি। স্ট্রাইকরেট ২০৪। ভারতের ওপেনিং-র অন্যতম ভরসা হলেন এই তরুণ তারকা। প্রত্যেক ম্যাচে তিনি ৩০-র বেশি রান করেছেন।
অন্যদিকে, ভারতের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হলেন হার্দিক পাণ্ডিয়া। কখনও ব্যাটে আবার কখনও বলের মাধ্যমে দলকে সাহায্য করেছেন। তিনি না খেললে বিকল্প প্রস্তুত রাখতে হবে টিম ইন্ডিয়াকে।
৪১ বছর পর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বলা যেতে পারে, এই প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। পরিসংখ্যানে যদিও এগিয়ে ভারত। এখনও পর্যন্ত ভারত মোট ৮ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। পাকিস্তান হয়েছে মাত্র ২ বার।
এশিয়া কাপে এই নিয়ে একে অন্যের বিরুদ্ধে তৃতীয়বার খেলতে চলেছে দুই দল। প্রথম দুই সাক্ষাতে জয়ী হয়েছে ভারত। ফাইনালে কে জয়ী হয় তা সময়ই বলবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন