Asia Cup 2025: পাকিস্তান ম্যাচে অনিশ্চিত ভারতের তারকা অলরাউন্ডার! অভিষেক কি খেলবেন?

People's Reporter: গতকাল ম্যাচ শেষে ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল বলেন, "তাঁরা দুজনেই ক্র্যাম্পের সমস্যায় ভুগছিলেন।
অনিশ্চিত হার্দিক পাণ্ডিয়া
অনিশ্চিত হার্দিক পাণ্ডিয়াছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে অনিশ্চিত হার্দিক পাণ্ডিয়া। চোটের কারণে তাঁকে দলে নাও পাওয়া যেতে পারে বলে জানা যাচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ফিল্ডিং করার সময় মাঠ ছাড়েন হার্দিক পাণ্ডিয়া। তাঁর বদলে ফিল্ডিং করতে নামেন রিঙ্কু সিং। অভিষেক শর্মার পরিবর্তে নামেন জীতেশ শর্মা। হার্দিকের চোট বেশি গুরুতর বলেই মনে করছেন অনেকে।

গতকাল ম্যাচ শেষে ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল বলেন, "তাঁরা দুজনেই ক্র্যাম্পের সমস্যায় ভুগছিলেন। হার্দিক পরের ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। অভিষেক শর্মা ঠিক আছেন"।

তিনি আরও বলেন, "আমরা কোনও কিছুর অজুহাত দিতে চাই না। সবরকম পরিবেশে খেলতে হবে। ক্রিকেটাররা নিয়মিত অনুশীলন করছেন। নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে তাঁরা ফাইনাল জেতার চেষ্টা করবেন। অনুশীলনে বল করা আর ম্যাচের মধ্যে বল করার মধ্যে পার্থক্য থাকে"।

উল্লেখ্য, চলতি এশিয়া কাপে সর্বাধিক রানের মালিক এখন অভিষেক শর্মা। ৩০০-র বেশি রান করেছেন তিনি। গড় ৫০-র বেশি। স্ট্রাইকরেট ২০৪। ভারতের ওপেনিং-র অন্যতম ভরসা হলেন এই তরুণ তারকা। প্রত্যেক ম্যাচে তিনি ৩০-র বেশি রান করেছেন।

অন্যদিকে, ভারতের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হলেন হার্দিক পাণ্ডিয়া। কখনও ব্যাটে আবার কখনও বলের মাধ্যমে দলকে সাহায্য করেছেন। তিনি না খেললে বিকল্প প্রস্তুত রাখতে হবে টিম ইন্ডিয়াকে।

৪১ বছর পর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বলা যেতে পারে, এই প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। পরিসংখ্যানে যদিও এগিয়ে ভারত। এখনও পর্যন্ত ভারত মোট ৮ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। পাকিস্তান হয়েছে মাত্র ২ বার।

এশিয়া কাপে এই নিয়ে একে অন্যের বিরুদ্ধে তৃতীয়বার খেলতে চলেছে দুই দল। প্রথম দুই সাক্ষাতে জয়ী হয়েছে ভারত। ফাইনালে কে জয়ী হয় তা সময়ই বলবে।

অনিশ্চিত হার্দিক পাণ্ডিয়া
IND vs PAK: মাঠের মধ্যেই 'বিতর্কিত' আচরণ, দুই পাক ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসি-তে অভিযোগ ভারতের!
অনিশ্চিত হার্দিক পাণ্ডিয়া
Messi vs Ronaldo: ১০০০ গোলের দিকে এগোচ্ছেন রোনাল্ডো! পিছিয়ে নেই মেসিও, একনজরে দুই তারকার পরিসংখ্যান

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in