IND vs PAK: মাঠের মধ্যেই 'বিতর্কিত' আচরণ, দুই পাক ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসি-তে অভিযোগ ভারতের!

People's Reporter: দুই ক্রিকেটার যদি অভিযোগ অস্বীকার করেন তাহলে দু’জনকেই আইসিসি এলিট প্যানেল রেফারি রিচি রিচার্ডসনের সামনে শুনানিতে উপস্থিত থাকতে হতে পারে। দোষী প্রমাণিত হলে শাস্তির মুখে পড়বেন তাঁরা।
BCCI
BCCIছবি - সংগৃহীত
Published on

এশিয়া কাপে সুপার ৪-এ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এখনও বিতর্ক থামেনি। জানা যাচ্ছে হ্যারিস রউফ এবং সাহেবজাদা ফারহানের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে বিসিসিআই। পাল্টা পদক্ষেপ গ্রহণ করেছে পিসিবিও।

একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) পাকিস্তানের হ্যারিস রউফ এবং সাহেবজাদা ফারহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, রউফ ২১ সেপ্টেম্বরের ম্যাচে ভারতের ২০১৯ সালের সামরিক অভিযানের ব্যঙ্গ করে বিমান পতনের ইঙ্গিত দেন এবং ওপেনার শুবমন গিল ও অভিষেক শর্মাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন। অন্যদিকে ফারহান হাফসেঞ্চুরি করার পর ব্যাটকে মেশিনগানের মতো ব্যবহার করে গুলি চালানোর ভঙ্গিতে উদ্‌যাপন করেন, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।

দুই ক্রিকেটার যদি অভিযোগ অস্বীকার করেন তাহলে দু’জনকেই আইসিসি এলিট প্যানেল রেফারি রিচি রিচার্ডসনের সামনে শুনানিতে উপস্থিত থাকতে হতে পারে। দোষী প্রমাণিত হলে কোড অব কন্ডাক্ট অনুযায়ী শাস্তির মুখে পড়বেন তাঁরা।

অন্যদিকে পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছে। অভিযোগ, ১৪ সেপ্টেম্বরের ম্যাচের পর যাদব দলের জয় পহেলগাঁওতে নিহতদের প্রতি এবং অপারেশন সিঁদুর-এ ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করেছিলেন। যা রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছে পাক বোর্ড। তবে অভিযোগ দায়েরের জন্য নির্দিষ্ট সাত দিনের সময়সীমার মধ্যে এটি করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভারত ইতিমধ্যেই বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে নামবে বাংলাদেশ। এই ম্যাচে যে দল জিতবে সে ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলবে।

BCCI
Messi vs Ronaldo: ১০০০ গোলের দিকে এগোচ্ছেন রোনাল্ডো! পিছিয়ে নেই মেসিও, একনজরে দুই তারকার পরিসংখ্যান
BCCI
Ravichandran Ashwin: প্রথম হাইপ্রোফাইল ভারতীয় ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে অশ্বিন!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in