IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ইডেন নিয়ে নস্টালজিক অধিনায়ক সূর্যকুমার

People's Reporter: সূর্য বলেন, 'কেকেআরে ২০১৪ সালে প্রথমবার যখন এসেছিলাম, সেই সময়ের কথা আমার এখনও মনে আছে। তবে এই ঐতিহাসিক মাঠে দাঁড়িয়ে আমি দলকে নেতৃত্ব দেব, এই অনুভূতিটাই ভিন্ন।'
সূর্যকুমার যাদব
সূর্যকুমার যাদবছবি সংগৃহীত
Published on

ভারতের বর্তমান টি২০ দল কার্যত তারকাহীন। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজার টি২০ থেকে অবসরের পর দল যেন তারকাহীন হয়ে পড়েছে। আর তাই ইডেনে হওয়া ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে নেই টিকিটের সেই চেনা হাহাকার। ২০২৬ টি২০ বিশ্বকাপের আগে এই দলকেই গুছিয়ে নিতে হবে। তেমনটাই জানালেন ভারতের বর্তমান টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।

এদিন সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার বলেন, ‘’এই দলটা তো অনেকদিন ধরেই একসঙ্গে খেলছে। শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকা সিরিজ তো খেলল। আশা করছি কোনো সমস্যা হবে না।'

এছাড়া ইডেন গার্ডেন্স নিয়েও নস্টালজিক সূর্য। তাঁর কথায়, 'কেকেআরে ২০১৪ সালে প্রথমবার যখন এসেছিলাম, সেই সময়ের কথা আমার এখনও মনে আছে। সেইসময় থেকে ১০-১১ বছর কেটে গিয়েছে। আমি কোনওদিনও ভাবতে পারিনি যে ভারতীয় দলকে আমি নেতৃত্ব দেব। তবে এই ঐতিহাসিক মাঠে দাঁড়িয়ে আমি দলকে নেতৃত্ব দেব, এই অনুভূতিটাই ভিন্ন। আর ইডেনের পিচের সঙ্গে আমি পরিচিত। এই ইডেন আইপিএলে রিঙ্কু সিংয়ের অনেক সিক্স মারা দেখেছে। আশা করছি ভারতের হয়েও রিঙ্কু অনেক সিক্স মারবে।'

কোচ গৌতম গম্ভীরের প্রশংসা করে সূর্য বলেন, ‘উনি খুব ভালো কোচ। প্লেয়ারদের নিজেদের খেলাটা খেলার স্বাধীনতা দেন।'

শামির ফিরে আসা আর দলের ব্যাটিং অর্ডার নিয়ে সূর্যকুমার জানান, ‘শামির মতো অভিজ্ঞ ক্রিকেটার ফিরে আসাটা খুবই ভালো খবর৷ তাঁর ফিরে আসাটা উদাহরণ হিসাবে থাকবে। ইংল্যান্ডের বিরুদ্ধে আমাদের ব্যাটিং অর্ডার একইরকম থাকবে। সবাই নিজের দায়িত্ব জানবে, যে কোনো সময় ব্যাট করার জন্যও তৈরী থাকবে।‘

এছাড়া ইংল্যান্ড দল নিয়ে তিনি বললেন, 'ইংল্যান্ড ভালো দল। টি২০ ক্রিকেট অসাধারণ খেলে। তাদের ব্যাটিং অর্ডারও আমাদের মতোই অনেকটা। প্রয়োজনীয় পরিকল্পনা নিচ্ছি আমরা।'

সূর্যকুমার যাদব
IND vs ENG: নিজের প্ৰিয় ইডেনে প্রত্যাবর্তন! কী বলছেন শামি?
সূর্যকুমার যাদব
IND vs ENG: ভারতের বিরুদ্ধে প্রথম একাদশ ঘোষণা ইংল্যান্ডের, কোচ ম্যাককুলামের প্রশংসায় অধিনায়ক বাটলার
সূর্যকুমার যাদব
Sanju Samson: 'ওরা আমার ছেলেকে পছন্দ করে না' - চ্যাম্পিয়ন্স ট্রফিতে সঞ্জুর নাম না থাকায় ক্ষোভ বাবার!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in