
ভারতের বিরুদ্ধে ইডেনে নামার আগে প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার উইকেটকিপিং করবেন না। কিপিংয়ের দায়িত্বতে থাকবেন কেকেআরে খেলে যাওয়া ফিল সল্ট।
ভারতের বিরুদ্ধে নামার আগে দলের কোচ ব্র্যান্ডন ম্যাককুলামের প্রশংসা করে বাটলার বলেন, 'এর আগে ম্যাককুলামের কোচিংয়ে টেস্টে অনেকদিন খেলেছি। এবার সাদা বলেও আমরা খেলব। তাঁর কোচিংয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলতে আমরা মুখিয়ে আছি। আমাদের ফোকাস এখন ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ। আমাদের দল অত্যন্ত ভালো। একাধিক তরুণ ক্রিকেটার আছেন, যাঁরা বয়সভিত্তিক দল থেকে উঠে এসেছেন।'
ইডেনে শিশির নিয়ে বাটলার বলেন, 'শিশির দুটো দলের কাছেই সমস্যা করবে। ফলে সেটা নিয়ে খুব একটা ভাবছি না।' ভারতীয় দলের সাথে পরিবার থাকা নিয়ে বোর্ডের বিধিনিষেধ প্রসঙ্গে বাটলার বলেন, 'পরিবার সবসময় আলাদা প্রেরণা দেয়। আমি পরিবার ক্রিকেটারদের সঙ্গে থাকা সমর্থন করি'।
ইংল্যান্ডের প্রথম একাদশ - জস বাটলার (অধিনায়ক), বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটকিপার), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভার্টন, গাস আটকিনসন, জোফ্রা আর্চার, আদিল রশিদ এবং মার্ক উড।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন