IND vs ENG: ভারতের বিরুদ্ধে প্রথম একাদশ ঘোষণা ইংল্যান্ডের, কোচ ম্যাককুলামের প্রশংসায় অধিনায়ক বাটলার

People's Reporter: বাটলার বলেন, এর আগে ম্যাককুলামের কোচিংয়ে টেস্টে অনেকদিন খেলেছি। এবার সাদা বলেও আমরা খেলব। তাঁর কোচিংয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলতে আমরা মুখিয়ে আছি।
কোচ ম্যাককুলাম এবং অধিনায়ক জস বাটলার
কোচ ম্যাককুলাম এবং অধিনায়ক জস বাটলারছবি - সংগৃহীত
Published on

ভারতের বিরুদ্ধে ইডেনে নামার আগে প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার উইকেটকিপিং করবেন না। কিপিংয়ের দায়িত্বতে থাকবেন কেকেআরে খেলে যাওয়া ফিল সল্ট।

ভারতের বিরুদ্ধে নামার আগে দলের কোচ ব্র্যান্ডন ম্যাককুলামের প্রশংসা করে বাটলার বলেন, 'এর আগে ম্যাককুলামের কোচিংয়ে টেস্টে অনেকদিন খেলেছি। এবার সাদা বলেও আমরা খেলব। তাঁর কোচিংয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলতে আমরা মুখিয়ে আছি। আমাদের ফোকাস এখন ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ। আমাদের দল অত্যন্ত ভালো। একাধিক তরুণ ক্রিকেটার আছেন, যাঁরা বয়সভিত্তিক দল থেকে উঠে এসেছেন।'

ইডেনে শিশির নিয়ে বাটলার বলেন, 'শিশির দুটো দলের কাছেই সমস্যা করবে। ফলে সেটা নিয়ে খুব একটা ভাবছি না।' ভারতীয় দলের সাথে পরিবার থাকা নিয়ে বোর্ডের বিধিনিষেধ প্রসঙ্গে বাটলার বলেন, 'পরিবার সবসময় আলাদা প্রেরণা দেয়। আমি পরিবার ক্রিকেটারদের সঙ্গে থাকা সমর্থন করি'।

ইংল্যান্ডের প্রথম একাদশ - জস বাটলার (অধিনায়ক), বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটকিপার), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভার্টন, গাস আটকিনসন, জোফ্রা আর্চার, আদিল রশিদ এবং মার্ক উড।

কোচ ম্যাককুলাম এবং অধিনায়ক জস বাটলার
Sanju Samson: 'ওরা আমার ছেলেকে পছন্দ করে না' - চ্যাম্পিয়ন্স ট্রফিতে সঞ্জুর নাম না থাকায় ক্ষোভ বাবার!
কোচ ম্যাককুলাম এবং অধিনায়ক জস বাটলার
IND vs ENG: নিজের প্ৰিয় ইডেনে প্রত্যাবর্তন! কী বলছেন শামি?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in