

মার্চে অনুষ্ঠিত হতে চলা মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বিসিসিআই। ১৫ সদস্যের এই দলে জায়গা হয়নি জেমিমা রডরিগেজ, পুনম রাউতের মতো তারকাদের। দল ঘোষণার পরেই তাই হতাশ হয়েছেন পুনম রাউত। সোশ্যাল মিডিয়াতে উগরে দিয়েছেন নিজের ক্ষোভ।
ট্যুইটারে একটি পোস্টে পুনম লেখেন, "ভারতীয় দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার এবং ধারাবাহিক পারফর্মার হয়েও বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ায় আমি ভীষণ হতাশ। ২০২১ সালে ছয় ম্যাচে দুই শতরান ও দুই অর্ধশতরানসহ ৭৩.৭৫-র গড়ে আমি মোট ২৯৫ রান করি। বারবার পারফর্ম করেও এমনভাবে দল থেকে বাদ পড়াটা খুবই হতাশাজনক। তবে আমি হতাশ হলেও বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে যারা প্রতিনিধিত্ব করবেন, আমি তাদের সকলকে শুভেচ্ছা জানাতে চাই।"
পুনম রাউত ভারতের হয়ে ৭৩ টি একদিনের ম্যাচে ৩৪.৮৩ গড়ে ২২৯৯ রান করেছেন। তিনি যে ভারতের ধারাবাহিক পারফর্মার তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে সম্ভবত মন্থর স্ট্রাইক রেটের কারণেই বাদ পড়েছেন পুনম। একদিনের ক্রিকেটে পুনমের স্ট্রাইক রেট ৫৮.২৬।
২০২২ বিশ্বকাপের জন্য ভারতের মহিলা দল: মিতালি রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কৌর (সহ-অধিনায়ক), স্মৃতি মন্ধনা, শেফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), স্নেহ রানা, ঝুলন গোস্বামী, পূজা বস্ত্রাকার, মেঘনা সিং, রেণুকা ঠাকুর, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), রাজেশ্বরী গায়কোয়াড়, পুনম যাদব।
স্ট্যান্ডবাই ক্রিকেটার: সবিনেনি মেঘনা, একতা বিষ্ট, সিমরান দিল বাহাদুর।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন