

ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য মিতালি রাজ এবং ঝুলন গোস্বামী ২০২১ সালের আইসিসি মহিলা ওডিআই টিম অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন৷ ইংল্যান্ডের হিদার নাইটের নেতৃত্বে আইসিসি বর্ষসেরা দল মহিলা ক্রিকেটে যারা একটি ক্যালেন্ডার বছরে তাদের খেলা দিয়ে সবাইকে মুগ্ধ করেছে সেরকম কিছু ব্যতিক্রমী খেলোয়াড়ের কৃতিত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
ভারতের ওডিআই অধিনায়ক মিতালি রাজ ২০২১ সালে ৬২.৮৭ গড়ে ৫০৩ রান সংগ্রহ করেছেন। তার রান এমন সময়ে এসেছিল যখন পুরো ভারতীয় দলই টিকে থাকার লড়াই করছিল, যা তাঁর অবদানকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। অভিজ্ঞ এই ব্যাটার এ বছর কোনো সেঞ্চুরি না করলেও মোট ছয়টি হাফ সেঞ্চুরি করেছেন।
অন্যদিকে, ঝুলন গোস্বামী ২০২১ সালে মোট ১৫টি উইকেট পেয়েছেন এবং ৩.৭৭ ইকোনমি রেটও বজায় রেখেছেন।
৩৯ বছর বয়সী ভারতীয় পেসার এখনও নিজের দক্ষতার প্রমাণ রেখে চলেছেন। ঝুলন গোস্বামী এমনই একজন অভিজ্ঞ বোলার যিনি রান নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং একই সাথে উইকেট নিতে পারেন। তিনি যে কোনো দলের জন্যই সম্পদ।
সামগ্রিকভাবে, আইসিসি-র মহিলা ওডিআই দলে দক্ষিণ আফ্রিকার তিনজন, অস্ট্রেলিয়ার একজন, ওয়েস্ট ইন্ডিজের দুইজন এবং ইংল্যান্ডের দুইজন, ভারতের দুইজন এবং পাকিস্তানের একজন খেলোয়াড় রয়েছে।
২০২১ সালের ICC মহিলা ওডিআই দল: লিজেল লি (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (উইকেটরক্ষক) (অস্ট্রেলিয়া), ট্যামি বিউমন্ট (ইংল্যান্ড), মিতালি রাজ (ভারত), হিদার নাইট (সি) (ইংল্যান্ড), মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ), ফাতিমা সানা (পাকিস্তান), ঝুলন গোস্বামী (ভারত), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), আনিসা মোহাম্মদ (ওয়েস্ট ইন্ডিজ)।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন