
এয়ার ইন্ডিয়া বিমান বিপর্যয়ের ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন অজি তারকা ডেভিড ওয়ার্নার। আর কোনও দিন এয়ার ইন্ডিয়ার বিমানে সফর করবেন না বলেও জানান এই তারকা ক্রিকেটার।
গুজরাটের আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় কার্যত গোটা বিশ্ব শোকস্তব্ধ। এই অবস্থায় দুর্ঘটনার পরের দিন সমাজ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন ডেভিড ওয়ার্নার। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও দিয়ে তিনি লেখেন, "এই ছবি সত্যি হলে অত্যন্ত মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আর কোনও দিন আমি এয়ার ইন্ডিয়ার বিমানে সফর করব না। এই ছবি দেখার পর সেটা আর সম্ভব নয়"। ভিডিওতে বিমান দুর্ঘটনার দৃশ্য ছিল।
বৃহস্পতিবার দুপুরে আহমদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়ার এই যাত্রীবাহী বিমানটি যাত্রা শুরু করে। দুপুর ১:৩৯ মিনিটে রানওয়ে ২৩ থেকে উড়ান শুরুর পাঁচ মিনিটের মধ্যেই বিমানটি মেঘানীনগরে লোকালয়ের উপর ভেঙে পড়ে।
বোয়িং ৭৮৭ মডেলের VT-ANB রেজিস্ট্রেশনধারী এই যাত্রীবাহী বিমানে ২৩০ জন যাত্রী ছিলেন। এছাড়াও বিমানে ছিলেন ১০ জন ক্রু সদস্য ও ২ জন পাইলট। এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) সূত্রে জানা গেছে, উড়ান শুরুর পরপরই বিমানটি মে ডে (MAYDAY) সংকেত পাঠিয়েছিল। এরপর বারবার এটিসি'র পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি। কিছুক্ষণ পরেই দুর্ঘটনার খবর পাওয়া যায়। বিমানে থাকা ১ জন বাদে সকলেরই মৃত্যু হয়েছে। এছাড়াও বহু স্থানীয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭৪। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।