

আমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭৪। শনিবার সকালে এই পরিসংখ্যাটি জানা গেছে সূত্র মারফত। এই তালিকায় রয়েছে ১০ জন ডাক্তার এবং তাঁদের পরিজনেরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় আহত ২৪ জন এমবিবিএস শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন।
বৃহস্পতিবার দুপুর ১:৩৯ মিনিটে রানওয়ে ২৩ থেকে উড়ান শুরুর পাঁচ মিনিটের মধ্যেই ফ্লাইট AI-171 আহমেদাবাদের মেঘানীনগর আবাসিক এলাকায় ভেঙে পড়ে। সংঘর্ষের পরেই তীব্র শব্দে বিস্ফোরণ হয় এবং বিমানে আগুন ধরে যায়। বোয়িং ৭৮৭ মডেলের VT-ANB রেজিস্ট্রেশনধারী এই যাত্রীবাহী বিমানে মোট ২৩০ জন যাত্রী ছিলেন। বিমানে ছিলেন ১০ জন ক্রু সদস্য এবং দু’জন পাইলটও। আরোহীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান ছিলেন।
বিমানে থাকা বিমানকর্মী-সহ ২৪২ জনের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। যার মধ্যে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। লন্ডনে মেয়ের কাছে যাচ্ছিলেন তিনি। এছাড়া বিমানটি বি জে মেডিক্যাল কলেজের ডাক্তারদের আবাসিকের উপর ভেঙে পড়েছিল। সেখানে মৃত্যু হয়েছে ১০ জনের। ২৪ জন চিকিৎসক এখনও চিকিৎসাধীন। এছাড়া আশেপাশে বহু মানুষের মৃত্যু হয়েছে। আহতরা আমেদাবাদের সিভিল হাসপাতাল এবং বিজে মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে।
মেঘানীনগরে এখনও চলছে উদ্ধারকাজ। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। এখনও পুরোপুরি সরানী যায়নি ধ্বংসস্তূপ। উদ্ধারকারীরা জানিয়েছে, ধ্বংসস্তূপ সরাতে এখনও বেশ খানিকটা সময় লাগবে। ফলে কেউ তার নীচে চাপা পড়ে আছেন কি না, বলা যাচ্ছে না। ধ্বংসস্তূপ সম্পূর্ণ সরানো গেলে মৃত্যু নিয়ে সরকারি পরিসংখ্যান মিলতে পারে।
অন্যদিকে, শুক্রবার মেডিক্যাল কলেজ হস্টেলের ছাদ থেকে উদ্ধার হয়েছে বিমানের ব্ল্যাক বক্স। এর ফলে দুর্ঘটনার তদন্তে সুবিধা হবে। স্পষ্ট হবে দুর্ঘটনার মুহূর্তে কী অবস্থা হয়েছিল বিমানটির।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন