ISL 2024-25: 'মৃত্যুর আগে অবধি গোলের খিদে থাকবে' - মহামেডানকে হারিয়ে জানালেন সুনীল

People's Reporter: বুধবার ম্যাচের ৮ মিনিটেই, মানজোকির অনবদ্য গোলে এগিয়ে যায় মহামেডান। ৮২ মিনিটে পেনাল্টি থেকে নিখুঁত দক্ষতায় গোল করে সমতা ফেরান ৪০ বছরের ছেত্রী।
গোলের পর সুনীল ছেত্রী
গোলের পর সুনীল ছেত্রীছবি - সংগৃহীত
Published on

জাতীয় দল থেকে অবসর নিয়েছেন তিনি। বর্তমানে শুধু বেঙ্গালুরু এফসির হয়ে খেলছেন। তবে সুনীল ছেত্রীর গোলের খিদে যে এতটুকু কমেনি সেটা ফের একবার প্রমাণিত হল।

কিশোর ভারতীতে মহামেডান স্পোর্টিংকে ২-১ গোলে হারালো বেঙ্গালুরু। আর এই জয়ে লীগ টেবিলে ফের শীর্ষস্থান দখল করল বেঙ্গালুরু। দ্বিতীয় স্থানে নেমে গেল মোহনবাগান। বুধবার ম্যাচের ৮ মিনিটেই, মানজোকির অনবদ্য গোলে এগিয়ে যায় মহামেডান। তারপর থেকে পুরো ম্যাচেই লড়াই চলে দুই দলের। কিন্তু কোনও দলই সুযোগ কাজে লাগাতে পারছিল না।

ম্যাচের একেবারে শেষদিকে কামব্যাক করে বেঙ্গালুরু। ৮২ মিনিটে পেনাল্টি থেকে নিখুঁত দক্ষতায় গোল করে সমতা ফেরান ৪০ বছরের ছেত্রী। তারপর অতিরিক্ত সময়ে সুনীলের অসাধারণ হেডে জয় ছিনিয়ে নেয় বেঙ্গালুরু। যদিও দ্বিতীয় গোলটি আত্মঘাতী গোল হিসেবে ধার্য করা হয়েছে।

ম্যাচের পরে সুনীল জানান, 'মৃত্যুর আগে অবধি আমার গোলের খিদে থাকবে। আমরা টপে গেলাম নাকি মোহনবাগান টপে গেল তা নিয়ে ভাবছি না। নিজেদের ফুটবলটা খেলছি আর উন্নতি করার চেষ্টা করছি।'

এদিকে দলের ভরাডুবিতে মহামেডান কোচ আন্দ্রে চেরনশিভ বলেন, "মাঝে মাঝে এমন হয়। তবে প্রত্যেক ম্যাচে হয় না। আসলে মনসংযোগ গুরুত্বপূর্ণ ব্যাপার। ওরা দ্বিতীয়ার্ধে ভালো ভালো খেলোয়াড় এনে আমাদের পাল্টা চাপে ফেলে দেয়। আমাদের ডিফেন্ডাররাও শেষ দিকে ক্লান্ত হয়ে পড়ে। ওই পরিস্থিতিতে মনসংযোগের পাশাপাশি অভিজ্ঞতাও প্রয়োজন ছিল। ম্যাচটা ড্র রাখতে গেলে শেষ দিকে আমাদের খেলার স্টাইলে কিছু পরিবর্তন আনা প্রয়োজন ছিল। যা আমাদের ছেলেরা পারেনি"।

গোলের পর সুনীল ছেত্রী
Syed Mushtaq Ali Trophy: অভিষেক পোড়েলের ব্যাটে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের হ্যাটট্রিক বাংলার!
গোলের পর সুনীল ছেত্রী
IPL 2025: রাহানে কি আগামী মরসুমে নাইট অধিনায়ক! কী জানালেন নাইট সিইও?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in