
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের হ্যাটট্রিক করল বাংলা। বুধবার মিজোরামকে ৮ উইকেটে হারালো বঙ্গ ব্রিগেড। ম্যাচের সেরা হন বাংলার উইকেটকিপার তথা বাঁ হাতি ওপেনার অভিষেক পোড়েল।
সৌরাষ্ট্রতে এদিন টস জিতে বোলিং নেয় বাংলা। ২০ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান তোলে মিজোরাম। বিখ্যাত ফিল্ম পরিচালক বিধু বিনোদ চোপড়ার পুত্র অগ্নি ১৩ বলে ১৩ রান করেন। বাংলার মহম্মদ শামি ৪ ওভারে ৪৬ রান দিয়ে কোনও উইকেট পাননি। তবে ১টি করে উইকেট নেন করণ লাল, সায়ন ঘোষ এবং কনিষ্ক শেঠ।
জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত পারফর্ম করেন অভিষেক পোড়েল এবং করণ লাল। মাত্র ১৫.৩ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা।
৯টি বাউন্ডারি আর ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ৮১ রান করেন অভিষেক পোড়েল। ম্যাচের সেরাও হন তিনি। অভিষেক জানান, 'ভালো লাগছে দলের জয়ে অবদান রাখতে পেরে। বোলাররা কাজটা সহজ করে দেয় আমাদের।'
বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন, 'আমরা ধাপে ধাপে এগোতে চাই। সব ম্যাচে জয় আমাদের লক্ষ।' এই জয়ের ফলে ৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বাংলা গ্রুপ এ-র শীর্ষে রয়েছে। শুক্রবার বাংলার পরের খেলা মধ্যপ্রদেশের বিরুদ্ধে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন