IPL 2025: রাহানে কি আগামী মরসুমে নাইট অধিনায়ক! কী জানালেন নাইট সিইও?

People's Reporter: কেকেআরে রাহানে নতুন নয়। এর আগে ২০২২ আইপিএলে রাহানেকে নেয় নাইটরা। ৭ ম্যাচে ১৩৩ রান করেছিলেন।
আজিঙ্কা রাহানে
আজিঙ্কা রাহানেছবি - আজিঙ্কা রাহানের ফেসবুক পেজ
Published on

২০২৫ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স যে টিম করেছে তাতে অধিনায়ক কে হবেন সেটা নিয়ে সংশয় রয়েছে। ১.৫০ কোটি টাকায় অভিজ্ঞ অজিঙ্কা রাহানেকে নিয়েছে কেকেআর।

২০২৫ মরসুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। রাহানে নাকি অন্য কোনও ক্রিকেটার নাইট শিবিরের দায়িত্ব সামলাবেন সেটা এখনও ঠিক হয়নি। নাইট সিইও ভেঙ্কি মাইসুর বলেন, 'আমরা এখনও ক্যাপ্টেন্সি নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। আমরা দ্রুতই বসব। সমস্ত দিক আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সবে অকশন (নিলাম) শেষ হল। আলোচনা এবং সব দিক ভেবে দেখার জন্য একটু সময় চাই। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে'।

তিনি আরও বলেন, আমরা আমাদের অনেক প্লেয়ার ধরে রেখেছি। অনেককে পারিনি। নিলামে আমরা সেরা দল রাখারই চেষ্টা করেছি। এদিকে দলের মেন্টর ব্রাভো বলেন, 'ভেঙ্কি অভিজ্ঞ। উনি এতদিন কাজ করছেন। ৯০ শতাংশ প্লেয়ার আমরা আমাদের গতবারের চ্যাম্পিয়ন দল থেকে ধরে রেখেছি।'

উল্লেখ্য, কেকেআরে রাহানে নতুন নয়। এর আগে ২০২২ আইপিএলে রাহানেকে নেয় নাইটরা। ৭ ম্যাচে ১৩৩ রান করেছিলেন। স্ট্রাইকরেট ছিল ১০৪। এখন দেখার নয়া মরসুমে তিনি কতটা সফল হতে পারেন।

২০২৫ টাটা আইপিএল-এ কেকেআর দল - রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, রমনদীপ সিং, ভেঙ্কটেশ আইআর, আনরিখ নখিয়া, কুইন্টন ডি'কক অঙ্গকৃষ রঘুবংশী, রহমানুল্লাহ গুরবাজ, বৈভব আরোরা, ময়ঙ্ক মার্কণ্ডে, রভম্যান পাওয়েল, স্পেন্সার জনসন, মইন আলি, আজিঙ্কা রাহানে, উমরান মালিক, মণীশ পান্ডে, অনুকূল রায় এবং লাভনীত সিসোদিয়া।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in