East Bengal: অনুশীলনে চোট হিজাজির! মুম্বই ম্যাচের আগে চিন্তায় ইস্টবেঙ্গল কোচ

People's Reporter: অনুশীলনে ডান হাঁটুতে গুরুতর চোট পান হিজাজি মাহের। যন্ত্রণায় কাতরাতে থাকেন। সাপোর্ট স্টাফের একজনের সাহায্য খোঁড়াতে খোঁড়াতে ড্রেসিংরুমে প্রবেশ করেন ।
হিজাজি মাহের
হিজাজি মাহেরছবি - সংগৃহীত
Published on

ইস্টবেঙ্গলের সমস্যা যেন থামছেই না। মাদি তালাল আগেই চোট পেয়ে আইএসএল থেকে ছিটকে যান। এবার তালিকায় যুক্ত হলেন হিজাজি মাহের। যা নিয়ে মুম্বই ম্যাচের আগে চিন্তায় লাল-হলুদ কোচ। আগামী শুক্রবার মুম্বইয়ের বিরুদ্ধে খেলা ইস্টবেঙ্গলের।

অনুশীলনে ডান হাঁটুতে গুরুতর চোট পান হিজাজি মাহের। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। সাপোর্ট স্টাফের একজনের সাহায্য খোঁড়াতে খোঁড়াতে ড্রেসিংরুমে প্রবেশ করেন। ড্রেসিংরুমে নাকি কেঁদেও ফেলেছিলেন। খোঁড়াতে খোঁড়াতেই গাড়িতে ওঠেন। এমআরআই রিপোর্ট কী হবে সেইদিকে নজর থাকবে। তবে শোনা যাচ্ছে বেশ কয়েক ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে হিজাজিকে।

হিজাজির চোট লাল হলুদ কোচ অস্কার ব্রুজোনকে চিন্তায় রাখছে। অস্কার ব্রুজোন জানান, 'আমার আর কিছু বলার নেই। এইসব দেখে আমি ক্লান্ত। আমি জানি না কবে সব বাধা কাটবে!'

৩১ জানুয়ারি মুম্বই সিটি এফসির বিপক্ষে ম্যাচ নিয়ে অস্কার বলেন, "প্রভাত লাকরা, মহম্মদ রকিপ, সাউল ক্রেসপো এবং আনোয়ার আলির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিয়ে অনিশ্চয়তা আছে। ওরা পরের ম্যাচে থাকতে পারবে কিনা, জানি না। তবে আমি বারবার বলি, আমাদের দল পয়েন্ট টেবিলের এত নীচে থাকার যোগ্য নয়। এখনও ৭-৮টি ম্যাচ বাকি আছে। আমরা প্রমাণ করতে পারি যে, ইস্টবেঙ্গল এই বছর টেবিলের তলানিতে নয়, বরং মাঝামাঝি অবস্থানে থাকতে পারে"।

হিজাজি মাহের
Jasprit Bumrah: বিশ্বসেরা বুমরাহ! প্রথম ভারতীয় ফাস্ট বোলার হিসেবে 'স্যার গারফিল্ড সোবার্স' ট্রফি জয়
হিজাজি মাহের
Virat Kohli: ১২ বছর পর রঞ্জি খেলতে নামছেন বিরাট! ফেরালেন অধিনায়ক হওয়ার প্রস্তাব

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in