
একদিকে যখন সলমন খানের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ইস্টবেঙ্গল ক্লাব, তখনই বিপাকে কর্তৃপক্ষ। ফের পদত্যাগ করলেন লাল হলুদের মহিলা দলের কোচ সুজাতা কর।
শনিবার ক্লাবকে চিঠি দিয়ে অভিযোগ পত্রে সুজাতা জানান, "টিমের সঙ্গে জড়িত থাকা দীপ্তেন্দু মোহন বোস আমাকে প্ৰথম দিন থেকে অপমান করে চলেছেন। ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবাসি, তার অর্থ এই না যে নিজের সম্মান বিসর্জন দেব। আমার সম্মানে আঘাত করার অধিকার কারুর নেই। বারবার দলগঠনে তিনি বাধা সৃষ্টি করেছেন।"
জাতীয় মহিলা লিগে ইস্টবেঙ্গল নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে গোকুলাম কেরালা এবং স্পোর্টস ওড়িশার পর। সুজাতা করের কোচিংয়ে সাত ম্যাচের চারটিতে জিতেছে লাল-হলুদ শিবির। এর আগে ২ বার পদত্যাগ করে ২ বারই ক্লাবের অনুরোধে পদত্যাগ পত্র প্রত্যাহার করেন তিনি। এখান দেখার এবার কী হয়।
এদিকে সলমনের অনুষ্ঠানে জমজমাট ইস্টবেঙ্গল ক্লাব। সলমনকে লাল-হলুদ উত্তরীয় পরিয়ে বরণ করে নেয় ক্লাব। ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে তৈরি বিশেষ মুদ্রা দেওয়া হয়। সলমনকে ২৭ নম্বর লাল-হলুদ জার্সিও তুলে দেওয়া হলো। সাথে ক্লাবের আজীবন সদস্য পদও দেওয়া হলো।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন