ট্রায়ালের সুযোগ - স্পেনে পাড়ি দিচ্ছেন বাংলার ৬ ফুটবলার

এই ছয় ফুটবলারের নাম হল, প্রেমাংশু ঠাকুর, দেবজিৎ রাউত, বিশাল সূত্রধর (নদিয়া), মহেশ্বর সিং সর্দার (পুরুলিয়া), অরিজিৎ বিশ্বাস (বেঙ্গল ফুটবল অ‍্যাকাডেমি), অনিকেত মন্ডল (ইউএক্সেল স্পোর্টস ভেনচার)।
ট্রায়ালের সুযোগ - স্পেনে পাড়ি দিচ্ছেন বাংলার ৬ ফুটবলার
ছবি - প্রতীকী
Published on

IFA ও বাংলা নাটক ডট কমের হাত ধরে স্পেন যাচ্ছেন জেলার ৬ ফুটবলার। নদিয়া জেলা থেকে ৩ জন ও পুরুলিয়া জেলা, বেঙ্গল ফুটবল অ‍্যাকাডেমি এবং ইউক্সেল স্পোর্টস ভেনচার থেকে ১ জন করে ফুটবলার স্পেনে ট্রায়ালের জন‍্য সুযোগ পেলেন।

জেলার এই ছয় ফুটবলার স্প‍্যানিশ লিগের ক্লাব সি এফ মট্রিল ক্লাবের অ‍্যাকাডেমিতে ১৮ দিনের জন‍্য ট্রায়াল দিতে পারবেন। পারফরম্যান্স যদি ভাল হয় তাহলে নাকি সেই দেশের লিগের পঞ্চম ডিভিশনের কোনও ক্লাবে খেলার সুযোগ পাবেন। শুক্রবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে IFA ও বাংলা নাটক ডট কম যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে সেই ঘোষণাই করেছে।

গত বছর ২১ ডিসেম্বর বাংলা নাটক ডট কমের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল আইএফএ। চার মাস আগে মৌ স্বাক্ষর করার পর এই দুই সংস্থা ঘোষণা করেছিল জেলার ফুটবলের উন্নয়নে কাজ করবে এই বাংলা নাটক ডট কম। বাংলার বিভিন্ন জেলা তো বটেই, ভারতের বিভিন্ন রাজ‍্যে এই সংস্থাটির কাজ বিস্তৃত। বিশেষ করে লোকসঙ্গীত শিল্পীদের নিয়ে বেশি কাজ করে থাকে।

এই বাংলা নাটক ডট কমের প্রতিষ্ঠাতা অমিতাভ ভট্টাচার্য ২১ ডিসেম্বর বলেছিলেন,জেলার বহু ফুটবল কোচিং ক‍্যাম্প আছে। জেলার ফুটবলাররাই হল বাংলা ফুটবলের সাপ্লাই লাইন।

'স্লো বাট স্টেডি' - এই লক্ষ‍্য নিয়ে কাজ শুরু করে। আপাতত পুরুলিয়া ও নদিয়া জেলার ফুটবলারদের নিয়ে বিশেষ ট্রায়ালের ব‍্যবস্থা করেছিল বাংলা নাটক ডট কম। সাহায‍্য নিয়েছে ইউক্সেল স্পোর্টস ভেনচারের। এই ট্রায়ালের পর ৬৯ জন ফুটবলারের মধ‍্যে ৬ জন ফুটবলারকে বেছে নেওয়া হয়েছে। এই ছয় ফুটবলারের নাম হল, প্রেমাংশু ঠাকুর, দেবজিৎ রাউত, বিশাল সূত্রধর (নদিয়া), মহেশ্বর সিং সর্দার (পুরুলিয়া), অরিজিৎ বিশ্বাস (বেঙ্গল ফুটবল অ‍্যাকাডেমি), অনিকেত মন্ডল (ইউএক্সেল স্পোর্টস ভেনচার)।

এই বাপারে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন,"বাংলা নাটক ডট কম যেভাবে জেলার ফুটবলে এগিয়ে এসেছে তার জন‍্য ধন‍্যবাদ জানাই। জেলার ফুটবল হল আসল জায়গা।"

ট্রায়ালের সুযোগ - স্পেনে পাড়ি দিচ্ছেন বাংলার ৬ ফুটবলার
সবুজ-মেরুন জার্সি পরে IPL দেখতে যাবেন সঞ্জীব গোয়েঙ্কা! বাগান সমর্থকদের মনজয় করাই কি লক্ষ্য?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in