
বুধবার যুবভারতীতে ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং সাউথ ইউনাইটেড। খেলা শুরু বিকাল ৫.৩০ টায়। ৫ বিদেশীর মধ্যে ৩ জনকেই পাচ্ছে টিম লাল হলুদ - মহম্মদ রশিদ, সল ক্রেসপো এবং দিমিত্রিয়স দিয়ামান্তাকোস আজ খেলবেন ৷
বাকি দুই বিদেশি মিগুয়েল ফিগেরা এবং কেভিন সিবিলে সম্প্রতি কলকাতায় পৌঁছেছেন ৷ ফলে ব্রাজিল ও আর্জেন্টিনার এই দুই ফুটবলারকে এখনই নামাবেন না কোচ অস্কার ব্রুজোন। তাছাড়া খেলার প্রয়োজনীয় কাগজপত্রও হাতে পাননি তাঁরা ৷ তাই ডুরান্ডের প্রথম ম্যাচে দুই ফুটবলার বাইরেই থাকছেন ৷ এই ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ সাউথ ইউনাটেড বেঙ্গালুরু প্রিমিয়র ডিভিশনের দল এবং আই লিগ দ্বিতীয় ডিভিশনে খেলে ৷
তবে ইস্টবেঙ্গল কোচ অস্কার এই দলকে হালকভাবে নিতে চান না। তাঁর কথায়, 'ভরপুর প্রাণশক্তি বেঙ্গালুরুর দলটার মধ্যে ৷ তারুণ্যে পরিপূর্ণ ওরা ৷ আমাদের প্রথম ম্যাচে চাপ থাকবে আর ওদের হালকাভাবে নেওয়ার প্রশ্নই নেই। তবে ইস্টবেঙ্গল প্রত্যেক টুর্নামেন্ট জেতার জন্য নামে ৷ নকআউট টুর্নামেন্ট জেতার জন্য ঝাঁপাব।'
এদিকে, চোটের কারণে ডিফেন্সিভ মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী ম্যাচে নেই ৷ পিভি বিষ্ণুও অনিশ্চিত। ফলে সতর্ক লাল হলুদ কোচ। ডুরান্ড কাপ উদ্বোধনে যুবভারতীতে আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন