বুধবার যুবভারতীতে ডুরান্ডের উদ্বোধনী ম্যাচ, প্রথম ম্যাচ জিতেই টুর্নামেন্ট শুরু করতে চায় ইস্টবেঙ্গল

People's Reporter: ৫ বিদেশীর মধ্যে ৩ জনকেই পাচ্ছে টিম লাল হলুদ - মহম্মদ রশিদ, সল ক্রেসপো এবং দিমিত্রিয়স দিয়ামান্তাকোস আজ খেলবেন ৷
অস্কার ব্রুজোন
অস্কার ব্রুজোনছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ
Published on

বুধবার যুবভারতীতে ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং সাউথ ইউনাইটেড। খেলা শুরু বিকাল ৫.৩০ টায়। ৫ বিদেশীর মধ্যে ৩ জনকেই পাচ্ছে টিম লাল হলুদ - মহম্মদ রশিদ, সল ক্রেসপো এবং দিমিত্রিয়স দিয়ামান্তাকোস আজ খেলবেন ৷

বাকি দুই বিদেশি মিগুয়েল ফিগেরা এবং কেভিন সিবিলে সম্প্রতি কলকাতায় পৌঁছেছেন ৷ ফলে ব্রাজিল ও আর্জেন্টিনার এই দুই ফুটবলারকে এখনই নামাবেন না কোচ অস্কার ব্রুজোন। তাছাড়া খেলার প্রয়োজনীয় কাগজপত্রও হাতে পাননি তাঁরা ৷ তাই ডুরান্ডের প্রথম ম্যাচে দুই ফুটবলার বাইরেই থাকছেন ৷ এই ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ সাউথ ইউনাটেড বেঙ্গালুরু প্রিমিয়র ডিভিশনের দল এবং আই লিগ দ্বিতীয় ডিভিশনে খেলে ৷

তবে ইস্টবেঙ্গল কোচ অস্কার এই দলকে হালকভাবে নিতে চান না। তাঁর কথায়, 'ভরপুর প্রাণশক্তি বেঙ্গালুরুর দলটার মধ্যে ৷ তারুণ্যে পরিপূর্ণ ওরা ৷ আমাদের প্রথম ম্যাচে চাপ থাকবে আর ওদের হালকাভাবে নেওয়ার প্রশ্নই নেই। তবে ইস্টবেঙ্গল প্রত্যেক টুর্নামেন্ট জেতার জন্য নামে ৷ নকআউট টুর্নামেন্ট জেতার জন্য ঝাঁপাব।'

এদিকে, চোটের কারণে ডিফেন্সিভ মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী ম্যাচে নেই ৷ পিভি বিষ্ণুও অনিশ্চিত। ফলে সতর্ক লাল হলুদ কোচ। ডুরান্ড কাপ উদ্বোধনে যুবভারতীতে আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের।

অস্কার ব্রুজোন
Alcaraz: 'শারীরিক ও মানসিক বিশ্রাম দরকার' - কানাডিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার কার্লোস আলকারাজের
অস্কার ব্রুজোন
ENG vs IND Test: হয় সবকিছু দিন, নয় বিশ্রাম নিন - চতুর্থ টেস্টের আগে বুমরাহকে বার্তা প্রাক্তন তারকার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in