East Bengal: 'দেশের হয়ে প্রতিনিধিত্ব করা গর্বের' - বুধবার যুবভারতীতে ইস্টবেঙ্গলের AFC 'চ্যালেঞ্জ'

People's Reporter: ইস্টবেঙ্গল কোচ বলেন, আমাদের উপর চাপ আছে। পাশাপাশি এটা আমাদের জন্য গর্বের মুহূর্তও। কারণ আমরা দেশের প্রতিনিধিত্ব করছি।
East Bengal: 'দেশের হয়ে প্রতিনিধিত্ব করা গর্বের' - বুধবার যুবভারতীতে ইস্টবেঙ্গলের AFC 'চ্যালেঞ্জ'
ছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ
Published on

এবারের মতো আইএসএল যাত্রা শেষ ইস্টবেঙ্গলের। এখন টিম লাল হলুদের নজর রয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার ফাইনাল পর্বের দিকে। যেখানে তাদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের চ্যাম্পিয়ন দল এফকে আর্কাদাগ।

বুধবার যুবভারতীতে নতুন লড়াইয়ে নামবে ইস্টবেঙ্গল। আন্তর্জাতিক মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করবে। ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচ। তার আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো বলেন, 'ওরা খুব শক্তিশালী দল, তবে আমরাও পিছিয়ে নেই। একটা ১০০ বছরের ক্লাব খেলতে নামবে মাত্র দুই বছরের ক্লাবের বিরুদ্ধে, আমাদের ক্লাবের ঐতিহ্যকে গুরুত্ব দিচ্ছি'।

অবশ্য কোনও কিছু নিয়েই অজুহাত দিতে নারাজ তিনি। সে আইএসএল-এর রেফারিং হোক বা দলের চোট থেকে কার্ড সমস্যা। আসল কথা মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়াই এই মুহূর্তে সব থেকে বড় লক্ষ্য।

তিনি এও বলেন, "আমাদের উপর চাপ আছে। পাশাপাশি এটা আমাদের জন্য গর্বের মুহূর্তও। কারণ আমরা দেশের প্রতিনিধিত্ব করছি। দল ভালো অবস্থায় রয়েছে। আমাদের ছেলেরা যেভাবে খেলছে তাতে এই ম্যাচে ভাল ফুটবল দেখা যাবে।”

East Bengal: 'দেশের হয়ে প্রতিনিধিত্ব করা গর্বের' - বুধবার যুবভারতীতে ইস্টবেঙ্গলের AFC 'চ্যালেঞ্জ'
Champions Trophy 25: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত ইনিংস! সেঞ্চুরি হাতছাড়া করেও খুশি 'কিং' কোহলি
East Bengal: 'দেশের হয়ে প্রতিনিধিত্ব করা গর্বের' - বুধবার যুবভারতীতে ইস্টবেঙ্গলের AFC 'চ্যালেঞ্জ'
Champions Trophy 25: অস্ট্রেলিয়াকে হারাতেই ১৮০ ডিগ্রি ঘুরে 'মোটা' রোহিতের প্রশংসায় কংগ্রেস নেত্রী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in