East Bengal: দল আমরা করি না, কোচ করে - AFC চ্যালেঞ্জ লিগের কোয়ার্টারে হারতেই সাফাই ইস্টবেঙ্গল কর্তার

People's Reporter: সেমিফাইনালে যেতে হলে ১২ মার্চ রিটার্ন লেগে ২ গোলে জিততে হবে ইস্টবেঙ্গলকে। নাহলে ছুটি টুর্নামেন্ট থেকে।
East Bengal: দল আমরা করি না, কোচ করে - AFC চ্যালেঞ্জ লিগের কোয়ার্টারে হারতেই সাফাই ইস্টবেঙ্গল কর্তার
ছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ
Published on

আইএসএলের পরে এএফসিতেও ব্যর্থ ইস্টবেঙ্গলের। এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এফসি আর্কাদাগের কাছে ১-০ গোলে হারল টিম লাল হলুদ।

সেমিফাইনালে যেতে হলে ১২ মার্চ রিটার্ন লেগে ২ গোলে জিততে হবে ইস্টবেঙ্গলকে। নাহলে ছুটি টুর্নামেন্ট থেকে। বুধবার প্রায় ৪০ হাজার ইস্টবেঙ্গল সমর্থক মাঠে ম্যাচ দেখতে আসেন। দলের হারে রীতিমতো বিক্ষোভ দেখান তাঁরা।

ম্যাচের পরে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, 'আমিও সমর্থক। আমারও কান্না পাচ্ছে। কী করা যাবে? দিমি গতবারের সর্বোচ্চ স্কোরার। তাঁকে নেওয়ার জন্য সমর্থকরা পাগল হয়ে গিয়েছিল। আমরা নিয়েছি। সে যদি ক্লিক না করে, পারফর্ম না করে, আমি কী করতে পারি? দল আমরা করি না। কোচ করে। কোচ যা টিম করবে সেটা নিয়েই চলতে হবে। সমর্থকদের কষ্ট হবেই। আমরা সবাই কষ্ট পাচ্ছি। যত তাড়াতাড়ি কষ্টের দিন অতিক্রম করা যায় তার চেষ্টা কোম্পানিও করছে, আমরাও করছি'।

এদিকে লাল হলুদ কোচ অস্কার ব্রুজোন বলেন, 'আমরা ভালো খেলতে পারিনি। কিছু করার নেই। অনেক গোলও মিস করি। ওরা ভালো খেলেছে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে পরের ম্যাচে।'

East Bengal: দল আমরা করি না, কোচ করে - AFC চ্যালেঞ্জ লিগের কোয়ার্টারে হারতেই সাফাই ইস্টবেঙ্গল কর্তার
Champions Trophy 25: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত ইনিংস! সেঞ্চুরি হাতছাড়া করেও খুশি 'কিং' কোহলি
East Bengal: দল আমরা করি না, কোচ করে - AFC চ্যালেঞ্জ লিগের কোয়ার্টারে হারতেই সাফাই ইস্টবেঙ্গল কর্তার
Steve Smith: সেমিতে ভারতের কাছে হার, আচমকাই একদিনের ক্রিকেট থেকে অবসর অজি তারকার!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in