

আইএসএলের পরে এএফসিতেও ব্যর্থ ইস্টবেঙ্গলের। এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এফসি আর্কাদাগের কাছে ১-০ গোলে হারল টিম লাল হলুদ।
সেমিফাইনালে যেতে হলে ১২ মার্চ রিটার্ন লেগে ২ গোলে জিততে হবে ইস্টবেঙ্গলকে। নাহলে ছুটি টুর্নামেন্ট থেকে। বুধবার প্রায় ৪০ হাজার ইস্টবেঙ্গল সমর্থক মাঠে ম্যাচ দেখতে আসেন। দলের হারে রীতিমতো বিক্ষোভ দেখান তাঁরা।
ম্যাচের পরে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, 'আমিও সমর্থক। আমারও কান্না পাচ্ছে। কী করা যাবে? দিমি গতবারের সর্বোচ্চ স্কোরার। তাঁকে নেওয়ার জন্য সমর্থকরা পাগল হয়ে গিয়েছিল। আমরা নিয়েছি। সে যদি ক্লিক না করে, পারফর্ম না করে, আমি কী করতে পারি? দল আমরা করি না। কোচ করে। কোচ যা টিম করবে সেটা নিয়েই চলতে হবে। সমর্থকদের কষ্ট হবেই। আমরা সবাই কষ্ট পাচ্ছি। যত তাড়াতাড়ি কষ্টের দিন অতিক্রম করা যায় তার চেষ্টা কোম্পানিও করছে, আমরাও করছি'।
এদিকে লাল হলুদ কোচ অস্কার ব্রুজোন বলেন, 'আমরা ভালো খেলতে পারিনি। কিছু করার নেই। অনেক গোলও মিস করি। ওরা ভালো খেলেছে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে পরের ম্যাচে।'
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন