East Bengal: কোচের সাথে লাগাতার বচসা, অবশেষে ক্লেটনকে ছাড়লো ইস্টবেঙ্গল!

People's Reporter: ২০২৩-২৪ মরসুমে ব্রাজিলিয় ক্লেটনই ছিলেন ইস্টবেঙ্গলের সুপারস্টার। তাঁর হাত ধরে ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়। আইএসএলেও ভালো পারফরমেন্স করে দল।
ক্লেটন সিলভা
ক্লেটন সিলভাছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ
Published on

অবশেষে ক্লেটন সিলভার সঙ্গে সম্পর্ক ছিন্ন হলো ইস্টবেঙ্গলের। ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় ক্লেটনের সঙ্গে সম্পর্ক এখন অতীত ইস্টবেঙ্গলের।

২০২৩-২৪ মরসুমে ব্রাজিলিয় ক্লেটনই ছিলেন ইস্টবেঙ্গলের সুপারস্টার। তাঁর হাত ধরে ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়। আইএসএলেও ভালো পারফরমেন্স করে দল।তবে গত ২০২৪-২৫ মরসুমে আইএসএলে ১৮ ম্যাচে একটিও গোল পাননি ক্লেটন। কোচ অস্কার ব্রুজোনের সঙ্গে ক্লেটনের সম্পর্কও খুব একটা ভালো নয়।

কয়েকদিন আগে নিউটাউনে চেন্নাইন এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ক্লেটনের সঙ্গে কোচ অস্কারের ঝামেলা হয়। প্রস্তুতি ম্যাচ থেকে বেরিয়েও যান ক্লেটন। এরপর পয়লা বৈশাখে বারপুজোতেও ঝামেলা হয় ক্লেটন আর অস্কারের।

শোনা যাচ্ছে ক্লেটনকে তাঁর পছন্দের পজিশন থেকে সরিয়ে অন্য স্থানে খেলাতে চান কোচ অস্কার। কিন্তু ক্লেটন তাতে রাজি হননি।

কয়েকদিন পরেই নক-আউট টুর্নামেন্ট কলিঙ্গ সুপার কাপের প্রথম ম্যাচে খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। তার আগে ক্লেটন চলে যাওয়ায় চাপ বাড়লো লাল-হলুদ শিবিরে। যদিও তাঁর বিকল্প কিছুদিনের মধ্যেই আসবে বলে খবর।

ক্লেটন সিলভা
ISL 2024-25: ফাইনালের দিন আহত হয়েছেন বেঙ্গালুরু সমর্থকরা! মোহনবাগানের বিরুদ্ধে অভিযোগ
ক্লেটন সিলভা
IPL 2025: কম রানের লক্ষ্য পূরণেও ব্যর্থ কেকেআর! হারের দায় নিজের কাঁধে নিলেন অধিনায়ক রাহানে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in