East Bengal: কোচের সাথে লাগাতার বচসা, অবশেষে ক্লেটনকে ছাড়লো ইস্টবেঙ্গল!
অবশেষে ক্লেটন সিলভার সঙ্গে সম্পর্ক ছিন্ন হলো ইস্টবেঙ্গলের। ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় ক্লেটনের সঙ্গে সম্পর্ক এখন অতীত ইস্টবেঙ্গলের।
২০২৩-২৪ মরসুমে ব্রাজিলিয় ক্লেটনই ছিলেন ইস্টবেঙ্গলের সুপারস্টার। তাঁর হাত ধরে ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়। আইএসএলেও ভালো পারফরমেন্স করে দল।তবে গত ২০২৪-২৫ মরসুমে আইএসএলে ১৮ ম্যাচে একটিও গোল পাননি ক্লেটন। কোচ অস্কার ব্রুজোনের সঙ্গে ক্লেটনের সম্পর্কও খুব একটা ভালো নয়।
কয়েকদিন আগে নিউটাউনে চেন্নাইন এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ক্লেটনের সঙ্গে কোচ অস্কারের ঝামেলা হয়। প্রস্তুতি ম্যাচ থেকে বেরিয়েও যান ক্লেটন। এরপর পয়লা বৈশাখে বারপুজোতেও ঝামেলা হয় ক্লেটন আর অস্কারের।
শোনা যাচ্ছে ক্লেটনকে তাঁর পছন্দের পজিশন থেকে সরিয়ে অন্য স্থানে খেলাতে চান কোচ অস্কার। কিন্তু ক্লেটন তাতে রাজি হননি।
কয়েকদিন পরেই নক-আউট টুর্নামেন্ট কলিঙ্গ সুপার কাপের প্রথম ম্যাচে খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। তার আগে ক্লেটন চলে যাওয়ায় চাপ বাড়লো লাল-হলুদ শিবিরে। যদিও তাঁর বিকল্প কিছুদিনের মধ্যেই আসবে বলে খবর।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

