IPL 2025: কম রানের লক্ষ্য পূরণেও ব্যর্থ কেকেআর! হারের দায় নিজের কাঁধে নিলেন অধিনায়ক রাহানে

People's Reporter: মঙ্গলবার প্রথমে ব্যাট করে ১১১ রান করে পঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে কলকাতা। ৯৫ রানেই শেষ হয় কলকাতার ইনিংস।
গতকাল ম্যাচে রাহানে
গতকাল ম্যাচে রাহানেছবি - কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ
Published on

সবথেকে কম রান করেও ম্যাচ জেতার নিরিখে রেকর্ড গড়ল শ্রেয়াস আইয়ের নেতৃত্বাধীন পাঞ্জাব। নাইটদের বিরুদ্ধে প্রতিশোধ নিলেন শ্রেয়স আইয়ার। গতবার কেকেআরকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আইয়ার নিজে ব্যাট হাতে ০ করলেও, লো স্কোরিং ম্যাচে তাঁর দল পাঞ্জাব কিংস কলকাতা নাইট রাইডার্সকে হারালো ১৬ রানে। আর হারের দায় নিজের কাঁধে তুলে নিলেন কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানে।

মঙ্গলবার প্রথমে ব্যাট করে ১১১ রান করে পঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে কলকাতা। রাহানে এবং রঘুবংশী ছাড়া কেউ তেমন রান করতে পারেননি। একটা সময় মনে হচ্ছিল সহজেই জয় ছিনিয়ে নেবে কেকেআর। কিন্তু তা সম্ভব হয়নি। রাসেল শেষে কয়েকটি বড় শট খেললেও দলকে জেতাতে পারেননি। ৯৫ রানেই শেষ হয় কলকাতার ইনিংস।

ম্যাচ হেরে রাহানে বলেন, 'আমি হারের দায় নিজের কাঁধেই নিচ্ছি। আমি ভুল শট খেলেছি। সেখান থেকেই পতনের শুরু। আমি সুযোগ নিতে চাইনি। আমি নিশ্চিত ছিলাম না। এই দায় আমার। আমার থেকেই বিপর্যয়ের শুরু হয়েছিল। হারের দায়টা পুরোপুরি আমার। পিচ হয়তো সহজ ছিল না, তবে রানটা চেজ করার মতোই ছিল। ব্যাটিং বিভাগ হিসেবে খুব খারাপ পারফর্ম করেছি।'

তিনি আরও বলেন, 'বোলাররা নিজেদের কাজটা করেছিল। আশা করছি পরের ম্যাচ থেকে দল এই হার থেকে শিক্ষা নেবে।' স্পিনিং ট্র্যাকেও কেকেআরের ভরাডুবি। এবারে ইডেনে হারলে পিচ কিউরেটরের উপর দোষ দেবেন তো নাইট অধিনায়ক? সমাজমাধ্যমে এই প্রশ্নই এখন উঠছে।

গতকাল ম্যাচে রাহানে
'ক্রিকেট বিশ্বে এখনও তাঁদের প্রয়োজন' - ইংল্যান্ড টেস্টে রোহিত-বিরাটকে দলে রাখার পরামর্শ গেইলের!
গতকাল ম্যাচে রাহানে
Virat Kohli: প্রথম এশিয়ান ব্যাটার হিসেবে টি-২০ ক্রিকেটে নজির বিরাট কোহলির!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in