Virat Kohli: প্রথম এশিয়ান ব্যাটার হিসেবে টি-২০ ক্রিকেটে নজির বিরাট কোহলির!

People's Reporter: রবিবার রাজস্থানের বিরুদ্ধে আইপিএল কেরিয়ারের ৫৮তম হাফসেঞ্চুরি করেন তিনি। যার ফলে ডেভিড ওয়ার্নারের সাথে যৌথভাবে সর্বোচ্চ ৫০+ রানের ইনিংসধারী খেলোয়াড় হলেন কোহলি।
বিরাট কোহলি
বিরাট কোহলিছবি - আরসিবির ফেসবুক পেজ
Published on

ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি আবারও নিজের কেরিয়ারে এক নতুন মাইলফলকে পৌঁছালেন। আইপিএল ২০২৫-এ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে ৬২ রানে অপরাজিত থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ১০০তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন। তিনিই প্রথম এশিয়ান ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন।

রবিবার রাজস্থানের বিরুদ্ধে আইপিএল কেরিয়ারের ৫৮তম হাফসেঞ্চুরি করেন তিনি। যার ফলে ডেভিড ওয়ার্নারের সাথে যৌথভাবে সর্বোচ্চ ৫০+ রানের ইনিংসধারী খেলোয়াড় হলেন কোহলি। ওয়ার্নার দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৮৪টি ম্যাচে করেছেন ৬২টি হাফ-সেঞ্চুরি ও ৪টি সেঞ্চুরি। অন্যদিকে, কোহলি তার ২৫৮টি আইপিএল ম্যাচে করেছেন ৫৮টি হাফ-সেঞ্চুরি ও ৮টি সেঞ্চুরি।

এই সপ্তাহে কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩,০০০ রান পূর্ণ করা প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবেও ইতিহাস গড়েছেন। বিশ্বের মাত্র পাঁচজন ব্যাটসম্যান এই রেকর্ডের মালিক — ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, শোয়েব মালিক, কাইরন পোলার্ড এবং এখন বিরাট কোহলি।

উল্লেখ্য, রবিবার প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৩ রান করেন রাজস্থান রয়্যালস। রাজস্থানের হয়ে ৪৭ বলে ৭৫ রানের অসসাধারণ ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৭৫ রান করে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু। ৩৩ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ফিল সল্ট। ৪৫ বলে ৬২ রানে অপরাজিত থাকেন কোহলি এবং দেবদত্ত পাড়িক্কল করেন ২৮ বলে ৪০ রান।

বিরাট কোহলি
Olympics 2036: ২০৩৬ অলিম্পিক্স আয়োজনে ব্যবহার হবে আশারাম বাপুর আশ্রমের জমি! তৎপর গুজরাট প্রশাসন
বিরাট কোহলি
IPL 2025: বিরাট ধাক্কা গুজরাটের! গোটা আইপিএল মরসুম থেকে ছিটকে গেলেন এই তারকা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in