

ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি আবারও নিজের কেরিয়ারে এক নতুন মাইলফলকে পৌঁছালেন। আইপিএল ২০২৫-এ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে ৬২ রানে অপরাজিত থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ১০০তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন। তিনিই প্রথম এশিয়ান ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন।
রবিবার রাজস্থানের বিরুদ্ধে আইপিএল কেরিয়ারের ৫৮তম হাফসেঞ্চুরি করেন তিনি। যার ফলে ডেভিড ওয়ার্নারের সাথে যৌথভাবে সর্বোচ্চ ৫০+ রানের ইনিংসধারী খেলোয়াড় হলেন কোহলি। ওয়ার্নার দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৮৪টি ম্যাচে করেছেন ৬২টি হাফ-সেঞ্চুরি ও ৪টি সেঞ্চুরি। অন্যদিকে, কোহলি তার ২৫৮টি আইপিএল ম্যাচে করেছেন ৫৮টি হাফ-সেঞ্চুরি ও ৮টি সেঞ্চুরি।
এই সপ্তাহে কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩,০০০ রান পূর্ণ করা প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবেও ইতিহাস গড়েছেন। বিশ্বের মাত্র পাঁচজন ব্যাটসম্যান এই রেকর্ডের মালিক — ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, শোয়েব মালিক, কাইরন পোলার্ড এবং এখন বিরাট কোহলি।
উল্লেখ্য, রবিবার প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৩ রান করেন রাজস্থান রয়্যালস। রাজস্থানের হয়ে ৪৭ বলে ৭৫ রানের অসসাধারণ ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৭৫ রান করে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু। ৩৩ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ফিল সল্ট। ৪৫ বলে ৬২ রানে অপরাজিত থাকেন কোহলি এবং দেবদত্ত পাড়িক্কল করেন ২৮ বলে ৪০ রান।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন