CFL: পুলিশের ডিফেন্স ভোঁতা করে চাপের ম্যাচ জয় ইস্টবেঙ্গলের

কলকাতা লিগে নিজেদের ঘরের মাঠে পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে ২-১ গোলে হারালো শতবর্ষ প্রাচীন ক্লাব। ১৫ মিনিটে বাজিমাত ইস্টবেঙ্গলের।
আজকের ম্যাচের মুহূর্ত
আজকের ম্যাচের মুহূর্তছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ

ডার্বি যে জেতে পরের ম্যাচে তাঁদের কাছে লড়াইটা খুবই কঠিন হয়। ডুরান্ড কাপের ডার্বিতে সিনিয়র দল আর কলকাতা লিগে জুনিয়র দল খেললেও নামটা তো ইস্টবেঙ্গল। চাপ তো থাকেই। আর সেই চাপের মুহূর্তেও কলকাতা লিগে নিজেদের ঘরের মাঠে পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে ২-১ গোলে হারালো শতবর্ষ প্রাচীন ক্লাব।

সোমবার ম্যাচ শুরুর ৬ মিনিটে বক্সের মাথা থেকে ফ্রি-কিক নেয় ইস্টবেঙ্গল। তবে লাভ কিছুই হলো না। ম্যাচের ১০ মিনিটে ইস্টবেঙ্গল বক্সের বাইরে থেকে শট নেন অয়ন মিস্ত্রি। ইনসাইড-আউট করে গোল লক্ষ্য করে শট। তবে লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ১৫ মিনিটে বাজিমাত ইস্টবেঙ্গলের। মাঝমাঠে থেকে ছোটো-ছোটো পাস খেলে উঠে বক্সের মাথায় একেবারে ঠিকানা লেখা পাস বাড়ান জেসিন টিকে। গোল করতে কোনও ভুল করেননি অভিষেক কুঞ্জম। গোলকিপারের বাঁ-দিক থেকে বলটা জালে জড়িয়ে দেন।

প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করে পুলিশ। দারুণ মুভমেন্ট ছিল পুলিশের। বাঁ-দিকে বক্সের মধ্যে পায়ের কাজ দেখিয়ে সুন্দর পাস দেন আশিক। ছোট্ট টোকায় গোল করেন জগমিত।

৭০ মিনিটে জোড়া পরিবর্তন করেন পুলিশ অ্যাথলেটিক ক্লাবের কোচ প্রশান্ত চক্রবর্তী। অয়ন মিস্ত্রির পরিবর্তে মাঠ নামেন উজ্জ্বল হাওলাদার। অন্যদিকে, পঙ্কজ রায়কে বসিয়ে বিশ্বজিৎ দাশগুপ্তকে নামানো হয়। মাঠে নেমেই জাদু দেখালেন বিশ্বজিৎ। ৭১ মিনিটে মাঠে নেমেই জাদু দেখান উজ্জ্বল হাওলাদার এবং বিশ্বজিৎ দাশগুপ্ত। গোলের একেবারে কাছে গিয়েও ফিরতে হয়। ম্যাচের ৮৮ মিনিটে ম্যাচে ফেরে ইস্টবেঙ্গল। পুলিশের ডিফেন্সকে উড়িয়ে অসাধারণ গোল করেন পিভি বিষ্ণু। কঠিন ম্যাচ জিতে হাসিমুখেই মাঠ ছাড়ে লাল হলুদ ব্রিগেড।

আজকের ম্যাচের মুহূর্ত
CFL: পঞ্চায়েত ভোটের জন্য পিছিয়ে যাবে ইস্টবেঙ্গল ম্যাচ! কবে হবে সেই ম্যাচ?
আজকের ম্যাচের মুহূর্ত
Sharad Pawar: ফের অজিত-শরদ সাক্ষাত! প্রায় ৪ ঘণ্টার বৈঠক ঘিরে জল্পনা 'INDIA'-র অন্দরে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in