CFL: পঞ্চায়েত ভোটের জন্য পিছিয়ে যাবে ইস্টবেঙ্গল ম্যাচ! কবে হবে সেই ম্যাচ?

১০ জুলাই না হলে ১৩ তারিখ রেনবোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে লিগের অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি ISL-এর ট্যুইটার থেকে নেওয়া
Published on

আগামী ১০ জুলাই ঘরের মাঠে কলকাতা লিগ শুরু করার কথা ইস্টবেঙ্গলের। এই দিন পশ্চিমবঙ্গ পুলিশের মুখোমুখি হবে তারা। কিন্তু রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আগামী ৮ জুলাই। আর ১১ তারিখ ভোটের ফলাফল। সেই কারণে পুলিশের নিরাপত্তা পাওয়া নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

সূত্রের খবর, এই কারণে ইস্টবেঙ্গলের ম্যাচ সম্ভবত পিছিয়ে দেওয়া হবে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, 'পঞ্চায়েত নির্বাচনের বিষয়টা একদম প্রাসঙ্গিক কারণ। তবে ম্যাচটা পিছিয়ে গেলে পরবর্তী সময়ে দিন ঠিক করা হবে'। ১০ জুলাই না হলে ইস্টবেঙ্গল ১৩ তারিখ রেনবোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে লিগের অভিযান শুরু করবে।

ইতিমধ্যেই বিনোজর্জের অধীনে অনুশীলন শুরু করেছে ইস্টবেঙ্গল। শেষবার ২০১৭ সালে ঘরোয়া লিগ এসেছিল ইস্টবেঙ্গলে। এবার ট্রফি তুলতে মরিয়া লাল হলুদ ব্রিগেড। অন্যদিকে ৫ জুলাই তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান নৈহাটির স্টেডিয়ামে পাঠচক্রর বিরুদ্ধে নেমে লিগ অভিযান শুরু করবে। এই খেলা হবে দুপুর সাড়ে ৩টেয়। পরের দিন, অর্থাৎ ৬ জুলাই মাঠে নামবে মহামেডান। নিজেদের মাঠে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলবে তারা। দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে সেই ম্যাচ।

দ্বিতীয় রাউন্ডে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ১২ জুলাই খেলতে নামবে মোহনবাগান। তাদের খেলা রয়েছে ব্যারাকপুর স্টেডিয়ামে। একই দিনে ঘরের মাঠে ক্যালকাটা ফুটবল ক্লাবের বিরুদ্ধে খেলতে নামবে মহামেডান স্পোর্টিং।

ছবি প্রতীকী
টিকিটের হাহাকার! ২ ঘণ্টাতেই মার্টিনেজকে দেখার টিকিট শেষ, বিক্ষোভ সমর্থকদের
ছবি প্রতীকী
ডুরান্ড কাপেই মরসুমের প্রথম ডার্বি! জিততে মরিয়া লাল-হলুদ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in