ডুরান্ড কাপেই মরসুমের প্রথম ডার্বি! জিততে মরিয়া লাল-হলুদ

সূচী ঘোষণা না হলেও সূত্রের খবর, ডুরান্ড কাপে একই গ্রুপে পড়বে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি।
ডুরান্ড কাপেই মরসুমের প্রথম ডার্বি! জিততে মরিয়া লাল-হলুদ
ফাইল ছবি সংগৃহীত

মরসুমের প্রথম ডার্বি শুরু হবে ডুরান্ড কাপ দিয়ে। আগামী ১১ অগাস্ট সম্ভবত মরসুমের প্রথম বড় ম্যাচ হবে যুবভারতীতে। সূচি ঘোষণা না হলেও সূত্রের খবর ডুরান্ড কাপে একই গ্রুপে পড়বে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি

কলকাতা লিগে আলাদা গ্রুপে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সেই কারণে ডুরান্ড ডার্বি দিয়েই মরসুমের প্রথম বড় ম্যাচ। গত ৮টি ডার্বিতেই ইস্টবেঙ্গলকে হারতে হয়েছে। গত বছর ডুরান্ড ডার্বিতেও লাল হলুদ দল হারে। এবার তারা জিততে মরিয়া।

দুই প্রধানই জুনিয়র দল খেলাবে ডুরান্ড কাপে। মোহনবাগানের সিনিয়র দলের এএফসি কাপের ম্যাচ আগামী ১৫ অগাস্ট। ৩ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর চলবে ডুরান্ড। ২৭ বছর পর ফের ডুরান্ড কাপে যোগ দিচ্ছে বিদেশি দল। নেপাল, ভুটান, বাংলাদেশের দল আসবে। কলকাতা থেকে মোহনবাগান, ইস্টবেঙ্গল ছাড়াও খেলবে মহামেডান।

এছাড়া বেঙ্গালুরু এফসি, মুম্বই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স, জামশেদপুর এফসি, ওড়িশা এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড, হায়দরাবাদ এফসি, চেন্নাইয়ন এফসি, রাউন্ডগ্লাস পঞ্জাব, এফসি গোয়া, গোকুলম কেরালা, রাজস্থান ইউনাইটেড, শিলং লাজং, দিল্লি এফসি, বোড়োল্যান্ড এফসি, ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম, ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিম, ইন্ডিয়ান নেভি ফুটবল টিম, বাংলাদেশ সার্ভিসেস, ভুটান সার্ভিসেস এবং নেপাল সার্ভিসেস সহ ২৪টি দল খেলবে ডুরান্ড কাপে। বাংলা ছাড়াও আসামের কোকরাঝাড় এবং মেঘালয়ের শিলং-এও ডুরান্ড কাপের ম্যাচগুলি আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।

ডুরান্ড কাপেই মরসুমের প্রথম ডার্বি! জিততে মরিয়া লাল-হলুদ
Durand Cup: ঢাকে কাঠি পড়লো ডুরান্ড কাপের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in