
এবারে হাইকোর্টে বড় ধাক্কা খেল সাংসদ অভিষেক ব্যানার্জির ক্লাব ডায়মন্ড হারবার এফ সি। গত বছর, কলকাতা লিগে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন হিসেবে যাতে আইএফএ ঘোষণা না করতে পারে, এই মর্মে আলিপুর আদালত থেকে ইনজাংশন পেয়েছিলো ডায়মন্ড হারবার। পরে আলিপুর আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা।
জেলা আদালত, ডায়মন্ডহারবার এফ সির আবেদনে যে ইনজাংশন দিয়েছিলেন তা বাতিল করে দিলেন হাইকোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচাৰ্য। শুধু বাতিল করাই নয়, জেলা আদালতের এই সিদ্ধান্তকে তীব্র ভাবে ভর্ৎসনা করে বিচারপতি 'মিসকারেজ অফ জাস্টিস' বলে মন্তব্য করেছেন। এই রায়ের ফলে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করার ব্যাপারে আইএফএ -এর আর কোনও বাধা থাকল না। যদিও আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন তাঁরা কোর্টের রায় হাতে পেলে তারপরেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
প্রসঙ্গত, গতবার ডায়মন্ড হারবার আইএফএকে অনুরোধ করে একটানা কলকাতা ফুটবল লিগ, আই লিগ টু এবং রিলায়েন্স ফাউন্ডেশন লিগ খেলতে হচ্ছে তাঁদের। ফুটবলারদের ফিটনেসের কথা ভেবে ম্যাচ পিছিয়ে দেওয়ার দাবি জানানো হয়। কিন্তু সূচি বদলায়নি আইএফএ। নিজেদের অবস্থানে অনড় থাকে।
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে টুর্নামেন্টের নির্ধারণ ম্যাচে দল নামায়নি ডায়মন্ড হারবার। নিয়ম অনুযায়ী মাঠে নেমে ৩০ মিনিট অপেক্ষা করে ইস্টবেঙ্গল দল। তারপর ম্যাচ পরিত্যক্ত করা হয়। ভবানীপুর আগেই ওয়াকওভার দেওয়ায় ৪৭ পয়েন্টে শেষ করে ইস্টবেঙ্গল। তাই ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে আইএফএ। এর বিরুদ্ধে আদালতে গিয়েছিল ডায়মন্ড হারবার এফসি। তবে লাভের লাভ কিছুই হল না।
এদিকে শনিবার কলকাতা লিগে ঘরের মাঠে ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ আছে ইস্টবেঙ্গলের। সেই ম্যাচে জিতলেই লিগ চ্যাম্পিয়ন হবে টিম লাল হলুদ। ফলে পরপর ২ বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়া শুধু সময়ের অপেক্ষা ইস্টবেঙ্গলের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন