
ফের ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার দৌড়ে সৌরভ গাঙ্গুলি! সূত্রের খবর আগামী শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়িতে বৈঠক হওয়ার কথা। উপস্থিত থাকবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।
শনিবারের বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের রূপরেখা তৈরী হবে। সৌরভ গাঙ্গুলি সেই বৈঠকে থাকবেন কিনা তা এখনও জানা যায়নি। শচীন তেন্ডুলকারকে প্রথমে বিসিসিআই সভাপতি করার ভাবনা হয় কিন্তু মাস্টার ব্লাস্টার জানিয়ে দেন তিনি ইচ্ছুক নন বোর্ড সভাপতি হতে।
আগামী ২২ সেপ্টেম্বর বোর্ডের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তবে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে সব ঠিক হবে বলে খবর। সৌরভ ছাড়াও দৌড়ে আছেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। সৌরভ যেমন সিএবি থেকে বোর্ডের এজিএমে যাবেন হরভজন যাবেন পাঞ্জাব থেকে।
তবে এখানে অনেকটাই এগিয়ে আছেন মাত্র দুটো ২ টেস্ট ম্যাচ খেলা কর্ণাটকের রঘুরাম ভাট। তিনি কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে প্রতিনিধিত্ব করছেন। এই মুহূর্তে কর্ণাটক লবির প্রভাব থাকলেও কে বোর্ড সভাপতি হবেন তা সময়ই বলবে।
তবে ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। রাজনৈতিক দিক বিচার করলে সৌরভকে বোর্ড সভাপতি করা হলেও হতে পারে। যেভাবে ২০১৯ সালে সৌরভকে বোর্ড সভাপতি করা হয়। আর ২০২১ সালে ছিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন।
ইতিমধ্যে সৌরভ সিএবিতে সভাপতি হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। ২২ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণসভা। এরপরই সৌরভ আনুষ্ঠানিকভাবে সিএবি সভাপতি হবেন। তবে যদি সৌরভকে বোর্ড সভাপতি করা হয় সেক্ষেত্রে সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলিই সিএবি-র দায়িত্ব সামলাবেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন