IND-PAK: 'এদের সাহস নেই, শুধু বড় বড় কথা' - পাকিস্তান ম্যাচ নিয়ে সূর্যকুমারকে বেনজির আক্রমণ আপ নেতার

People's Reporter: সৌরভ ভরদ্বাজ বলেন, 'এদের সাহস নেই, ক্ষমতাও নেই কোনও বাস্তব কাজ করার। শুধু বড় বড় কথা বলে - এই জয় ওদের জন্য, ওই জয় ওদের জন্য। খুব লজ্জাজনক'।
সূর্যকুমার যাদবকে কটাক্ষ সৌরভ ভরদ্বাজের
সূর্যকুমার যাদবকে কটাক্ষ সৌরভ ভরদ্বাজেরছবি - সংগৃহীত
Published on

ভারত-পাক ম্যাচ নিয়ে সূর্যকুমার যাদবকে তীব্র আক্রমণ করলেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। পাকিস্তানের বিরুদ্ধে জয়কে পহেলগাঁও হামলায় নিহতদের উৎসর্গ করেছিলেন ভারত অধিনায়ক। একে 'ফাঁকা আওয়াজ' বলে কটাক্ষ করেছেন আপ নেতা।

দিল্লির প্রাক্তন বিধায়ক সৌরভ ভরদ্বাজ সাংবাদিকদের বলেন, “তিনি (সূর্যকুমার যাদব) খুব সহজেই বলেন যে এই জয় পহেলগাঁও হামলার শহিদদের জন্য উৎসর্গ করা। যদি সত্যিই তোমার, বিসিসিআইয়ের এবং আইসিসির সাহস থাকে, তবে সম্প্রচার, বিজ্ঞাপন ও স্পনসরশিপ থেকে যে কোটি কোটি টাকা আয় হয়েছে, তা ওই ২৬ শহিদ পরিবারের হাতে দাও। তখনই আমরা বিশ্বাস করব তোমাদের উৎসর্গকে।"

তিনি আরও বলেন, “এদের সাহস নেই, ক্ষমতাও নেই কোনও বাস্তব কাজ করার। শুধু বড় বড় কথা বলে - এই জয় ওদের জন্য, ওই জয় ওদের জন্য। খুব লজ্জাজনক।”

প্রসঙ্গত, রবিবার এশিয়া কাপে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ভারত। ম্যাচের পর সূর্যকুমার যাদব জানান, এই জয় উৎসর্গ করা হয়েছে পহেলগাঁও হামলায় নিহতদের এবং ভারতের সশস্ত্র বাহিনীর জন্য, যারা “অপারেশন সিঁদুর”-এ অংশ নিয়েছিলেন।

ভরদ্বাজের মন্তব্যের পর এখনও পর্যন্ত সূর্যকুমার যাদব, বিসিসিআই বা আইসিসি কোনও প্রতিক্রিয়া জানায়নি। আপ শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও প্রশ্ন তোলেন, “পহেলগাঁও হামলার পর যদি পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে দেওয়া হয়, তাহলে গুরুদ্বারে যাওয়ার জন্য শিখ ‘যাত্রা’-কে অনুমতি দেওয়া হলো না কেন?”

সূর্যকুমার যাদবকে কটাক্ষ সৌরভ ভরদ্বাজের
হ্যান্ডশেক বিতর্কে ক্ষুব্ধ শোয়েব আখতার, এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারিকে বহিষ্কারের দাবি পাক বোর্ডের!
সূর্যকুমার যাদবকে কটাক্ষ সৌরভ ভরদ্বাজের
Sourav Ganguly: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের একবার CAB সভপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in