
কয়েকদিন আগেই গ্রিক স্ট্রাইকার দিমিত্রিয়সকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। এবারে দিমির জায়গায় জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকিকে সই করিয়ে নিল লাল-হলুদ। ইউরোপ-জাপান-অস্ট্রেলিয়া মিলিয়ে একাধিক দেশে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ৬ ফুট ৪ ইঞ্চি স্ট্রাইকারের।
হিরোশি ইবুসুকি ২০০৯ সালে পাড়ি দেন স্পেনে। খেলেন জিরোনা এফসি, রিয়াল জারাগোজা ‘বি’, সেভিয়া এবং সেভিয়া সিনিয়র দলের হয়েও মাঠে নামেন রিয়াল বেতিসের বিরুদ্ধে এক হাইভোল্টেজ ম্যাচে।
২০১৪ সালে জাপানে ফিরে এসে খেলেন আলবিরেক্স নিইগাতা, জেফ ইউনাইটেড, শোনান বেলমারে ও শিমিজু এস-পালসের মতো ক্লাবে। পরে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনাইটেড এবং ওয়েস্টার্ন ইউনাইটেডের হয়ে গোল করে নিজের জাত চেনান।
ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিয়ে এই জাপানি ফুটবলার জানান, 'ক্লাবের অসাধারণ ইতিহাস রয়েছে। অসংখ্য সমর্থক ছড়িয়ে রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এশিয়ার ফুটবলে খুবই জনপ্রিয়। এই আইকনিক ক্লাবের অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আসন্ন টুর্নামেন্টগুলো জিততে সাহায্য করব। আমার দেশের কয়েকজন ইস্টবেঙ্গলের জার্সিতে সাফল্য পেয়েছে। আমি ওদের অনুসরণ করতে চাই। জয় ইস্টবেঙ্গল।'
ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোন বলেন, 'হিরোশি অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ সেন্টার ফরোয়ার্ড। ওর খেলার স্টাইলের সঙ্গে জুড়ে রয়েছে শরীরের উপস্থিতি। শূন্যে বল দখলের লড়াই জিততে অত্যন্ত দক্ষ। ভয়ঙ্কর ফিনিশার হিসেবে ওর সুনাম রয়েছে। একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে।''
আগামী সুপার কাপেই তাঁকে লাল হলুদ জার্সিতে দেখা যাবে। কাতসুমির পরে ফের কোনো জাপানি ফুটবলার এলো ইস্টবেঙ্গলে। এখন তাঁর সাফল্যের দিকে তাকিয়ে লাল হলুদ সমর্থকরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন