Asia Cup 2025: সূর্যকুমারের বিরুদ্ধে আইসিসি-তে অভিযোগের পরিকল্পনা পাক বোর্ডের! কেন?

People's Reporter: পিসিবির অভিযোগ, এই বক্তব্য আসলে রাজনৈতিক। ক্রীড়াসুলভ চেতনার সঙ্গে এই বক্তব্যের সামঞ্জস্য নেই। আইসিসি পিসিবিকে রবিবার পর্যন্ত সময় দিয়েছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার জন্য।
সূর্যকুমার যাদব
সূর্যকুমার যাদবছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্ক এখনও থামেনি। এবার ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আইসিসি-র কাছে অভিযোগ জানানোর পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। সূর্যকুমার যাদব রাজনৈতিক বক্তব্য রেখেছেন বলে অভিযোগ পিসিবি-র।

৭ উইকেটে জয়লাভের পর সূর্যকুমার এই জয় উৎসর্গ করেন “অপারেশন সিঁদুরে অংশ নেওয়া সশস্ত্র বাহিনীকে”। পাশাপাশি সাম্প্রতিক পহেলগাঁও জঙ্গি হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিও তিনি সংহতি জানান। পিসিবির অভিযোগ, এই বক্তব্য আসলে রাজনৈতিক। ক্রীড়াসুলভ চেতনার সঙ্গে এই বক্তব্যের সামঞ্জস্য নেই।

প্রাক্তন পিসিবি চেয়ারম্যান ও প্রাক্তন পাকিস্তান অধিনায়ক রমিজ রাজা প্রকাশ্যে বলেন, “আমার সবচেয়ে বড় আপত্তি ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব যা বলেছেন, সেটিই ছিল মূল বিষয়।”

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পিসিবি-কে রবিবার পর্যন্ত সময় দিয়েছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার জন্য। এখন সবার দৃষ্টি আইসিসির সিদ্ধান্তের দিকে এবং আগামী ম্যাচে দুই দলের আচরণ কেমন হবে, তার দিকে।

প্রসঙ্গত, ভারত-পাক ম্যাচে টসের সময় কিংবা ম্যাচ শেষে - দুই সময়ই হাত মেলানো এড়িয়ে যান দুই দলের ক্রিকেটাররা। খেলা শেষে সরাসরি ড্রেসিংরুমে ফিরে যান ভারতীয়রা। পরে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত ছিল এক প্রতীকী শ্রদ্ধাঞ্জলি, পাহেলগাঁওয়ে শহিদদের উদ্দেশ্যে।

সূর্যকুমার যাদব
Varun Chakaravarthy: আন্তর্জাতিক টি-২০ র‍্যাঙ্কিং-এ বোলারদের তালিকায় শীর্ষে বরুণ চক্রবর্তী!
সূর্যকুমার যাদব
FIFA World Cup 26: ২০২৬ বিশ্বকাপ ফুটবল থেকে কেন নাম তুলে নিতে পারে স্পেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in