

কলকাতা লিগের সুপার সিক্সে সাংসদ অভিষেক ব্যানার্জীর ক্লাব ডায়মন্ডহারবার এফসি। আর সেটা সম্ভব হল আইএফএর সহ সভাপতি সৌরভ পালের জন্য।
শুক্রবার নৈহাটিতে কলকাতা লিগে সৌরভের সাদার্ন সমিতি বনাম ডায়মন্ড হারবার এফসির মধ্যে ম্যাচ ছিল। কিন্তু সাদার্ন কর্তৃপক্ষ আইএফকে জানিয়ে দেয় তারা দল নামাতে পারবেন না। ৩১ আগস্ট অবধি তাঁদের প্লেয়ারদের সঙ্গে চুক্তি ছিল। নিজেদের সুপার সিক্সে যাওয়ার সম্ভবনা নেই বলেই তাঁরা আর দল নামাবেন না বলে আইএফএকে জানায় সাদার্ন।
তবে একটা পেশাদার টুর্নামেন্টে এমনভাবে দল না নামানো নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। অভিষেক ব্যানার্জির দলকে সুবিধা করে দিতেই এটা করা হল বলে অনেকের অভিযোগ।
ডুরান্ড কাপ সেমিফাইনালে ইস্টবেঙ্গলের ডায়মন্ডহারবার ম্যাচে হারার পরেও প্রশ্ন ওঠে। এবারে কলকাতা লিগেও উঠলো প্রশ্ন। এই ডায়মন্ড হারবার বনাম সাদার্ন ম্যাচ না হওয়ায় পুরো ৩ পয়েন্ট পেল ডায়মন্ড হারবার। সেক্ষেত্রে ১২ ম্যাচে তাদের পয়েন্ট হল ২৫। সুপার সিক্সে উঠল অভিষেকের ক্লাব। বিদায় নিতে হল সৃঞ্জয় বসুর ভবানীপুরকে।
সৃঞ্জয়ের ক্লাবের ১২ ম্যাচে ২২ পয়েন্টে ছিল। ডায়মন্ড হারবার শেষ ম্যাচে হেরে গেলে গোল পার্থক্যের বিচারে ভবানীপুর পরের রাউন্ডে চলে যেত। কিন্তু না খেলেই ৩ পয়েন্ট নিয়ে ডায়মন্ড হারবার পরের রাউন্ডে চলে গেল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন