
গত বছর বিশ্বকাপ ২০২৬ ও এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে আফগানিস্তানের বিরুদ্ধে ভারত ৬ পয়েন্টের মধ্যে ৫ পয়েন্টই খোয়ায়। গুয়াহাটিতে গত বছর বিশ্বকাপ বাছাইপর্বে ২-১ ব্যবধানে হেরে যায় ভারত। অপর ম্যাচে ড্র করে তারা। এবারও সেই আফগানদের কাছেই ফের ধাক্কা খেল ভারতীয় ফুটবল দল।
তবে সেবার ভারতের অভিযান তারা থামাতে পারলেও এবার পারেনি। সৌজন্যে আয়োজক তাজিকিস্তান। যারা ইরানের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে থাকা সত্ত্বেও দুই গোলই শোধ করে। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বের ২০ নম্বর দলকে হারিয়ে প্লে-অফের দরজা খুলতে পারেনি।
লিগ টেবিলে ভারত ও তাজিকিস্তানের পয়েন্ট সমান। কিন্তু তাজিকিস্তানের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়েছিল ভারত। এই জয়ের জন্যই তৃতীয় স্থানের জন্য যোগ্যতা অর্জন করতে সক্ষম হল খালিদ জামিলের দল। ৮ সেপ্টেম্বর তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে সম্ভবত ওমান বা উজবেকিস্তানের বিরুদ্ধে খেলবে।
অন্য গ্রুপে ওমান ও উজবেকিস্তান সমান ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দুই স্থানে রয়েছে। উভয়েরই গোল পার্থক্য সমান (+১) এবং দুই ম্যাচে সমান সংখ্যক গোল (৩) করেছে দুই দলই। তুর্কমেনিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্র যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। প্রত্যেকের ঝুলিতে এক পয়েন্ট করে।
শুক্রবার, ৫ সেপ্টেম্বর গ্রুপ এ-র শেষ ম্যাচে ওমান মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের আর উজবেকিস্তান খেলবে কিরগিজ প্রজাতন্ত্রের বিপক্ষে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে উজবেকিস্তানের তাশখন্দে। এই দুই ম্যাচের পর বোঝা যাবে সোমবার ভারতের প্রতিপক্ষ কে হতে চলেছে।
অন্যদিকে, ১৪ অক্টোবর এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ভারত তাদের হোম ম্যাচটি খেলবে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে। বৃহস্পতিবার এক বিবৃতিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এই খবর জানিয়েছে।
এআইএফএফ বিবৃতিতে জানিয়েছে, সিনিয়র ভারতীয় পুরুষদের জাতীয় দল অক্টোবরে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দু'বার খেলবে। প্রথম ম্যাচটি ৯ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর পর দুই দল গোয়ায় যাবে এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগ খেলতে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন