
ভারতীয় সময় শুক্রবার ভোর ৫টায় বিশ্বকাপ বাছাই পর্বে ঘরের মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর এই ম্যাচটি সম্ভবত দেশের মাঠে মেসির শেষ ম্যাচ হতে চলেছে। সেই কারণেই সকল দর্শককে এই ম্যাচ উপভোগ করার আহ্বান জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি।
বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলার পর ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। যদিও সেটি অ্যাওয়ে ম্যাচ। এরপর ২০২৬ সালে বিশ্বকাপে নামবে তারা। শোনা যাচ্ছে বিশ্বকাপের পরই অবসর নেবেন মেসি। ফলে আগামীকালের ম্যাচই আর্জেন্টিনার মাঠে শেষ ম্যাচ হতে চলেছে এল এম টেনের।
আর্জেন্টিনার ম্যানেজার লিওনেল স্কালোনি বৃহস্পতিবার মেসি ভক্তদের ম্যাচটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচ “খুব বিশেষ” বলে উল্লেখ করেছেন মেসি নিজেও।
স্কালোনি সংবাদ সম্মেলনে বলেন, “হ্যাঁ, এটি এমন একটি ম্যাচ যা লিও বলেছেন আবেগঘন হবে, কারণ এটি আমাদের শেষ ঘরোয়া বাছাইপর্বের খেলা। আমরা চাই সবাই এটি উপভোগ করুক। তাঁকে কোচিং করা সত্যিই আনন্দের এবং আশা করি ভক্তরাও সেটি অনুভব করবেন।”
তিনি আরও যোগ করেন, “আমি নিশ্চিত এটি আর্জেন্টিনায় মেসির শেষ ম্যাচ নয়। যদি সত্যিই সেটি হয়, আমরা আবারও আরেকটি ম্যাচের আয়োজন করব। কারণ সময় হলে সেটি মর্যাদার সঙ্গেই করা উচিত এবং মেসির তা প্রাপ্য।”
বর্তমানে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ইতিমধ্যেই আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে।
ভেনেজুয়েলা সম্পর্কে স্কালোনি বলেন, “তারা একটি কঠিন প্রতিপক্ষ, যারা কোচ ফার্নান্দো বাতিস্তার অধীনে ভালো ফল করেছে। তাদের জন্য এটি ঐতিহাসিক কিছু হতে পারে। তাই ম্যাচে অনেক কিছু ঝুঁকিতে রয়েছে।”
দক্ষিণ আমেরিকা থেকে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। সপ্তম দল যাবে আন্তঃমহাদেশীয় প্লে-অফে। আর্জেন্টিনা আগামী মঙ্গলবার ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে শেষবার মাঠে নামবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন