
বেটিং অ্যাপের সাথে যুক্ত থাকার অভিযোগে ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ানকে তলব করল ইডি। অবৈধ বেটিং অ্যাপ 1xBet–এর সাথে জড়িত অর্থ পাচারের তদন্তের প্রেক্ষিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে।
ইডি সূত্রে জানা গিয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন (PMLA)-এর অধীনে ধাওয়ানের বক্তব্য রেকর্ড করা হবে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ৩৯ বছর বয়সী এই প্রাক্তন ওপেনার কিছু নির্দিষ্ট অনুমোদনের মাধ্যমে অ্যাপটির সাথে যুক্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তদন্তকারীরা ধাওয়ানের কাছে জানতে চাইবেন কীভাবে এই অবৈধ বেটিং অ্যাপের সাথে তাঁর সংযোগ তৈরি হয়েছিল এবং এর মাধ্যমে আর্থিক লেনদেন কীভাবে হয়েছে।
এর আগে গত মাসে প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়নাকে একই মামলায় প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তিনিও নাকি নির্দিষ্ট অনুমোদনের মাধ্যমে অ্যাপটির সঙ্গে যুক্ত ছিলেন।
শুধু প্রাক্তন ক্রিকেটার নন, তদন্তের অংশ হিসেবে ইতিমধ্যেই গুগল ও মেটার প্রতিনিধিদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। পাশাপাশি, Parimatch নামের আরেকটি অনলাইন বেটিং অ্যাপের বিরুদ্ধে বহু রাজ্যে অভিযান চালিয়েছে তদন্তকারী সংস্থাটি।
ইডির অভিযোগ, একাধিক অবৈধ বেটিং অ্যাপ অসংখ্য মানুষ ও বিনিয়োগকারীর কাছ থেকে কোটি কোটি টাকা প্রতারণা করেছে এবং কর ফাঁকি দিয়েছে। বাজার বিশ্লেষণ সংস্থা ও তদন্তকারীদের অনুমান অনুযায়ী, ভারতে এই ধরণের অ্যাপের ব্যবহারকারী সংখ্যা প্রায় ২২ কোটি, যার মধ্যে অন্তত ১১ কোটি নিয়মিত ব্যবহারকারী।
কেন্দ্রীয় সরকার সম্প্রতি রিয়েল-মানি অনলাইন গেমিং নিষিদ্ধ করার জন্য আইন পাস করেছে। তবে ইডি মনে করছে, নিষেধাজ্ঞার পরও অবৈধ অ্যাপগুলির ব্যবসা জোরকদমে চলছে এবং এর সঙ্গে নামজাদা ব্যক্তিদের যুক্ত থাকার বিষয়টি তদন্তে গুরুত্ব পাচ্ছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন